TRENDING:

Darjeeling News: মরশুমের প্রথম তুষারপাত দেখল সান্দাকফু, সাদায় সাদায় ঢাকল সব, রইল ফটো

Last Updated:
Darjeeling News: মরশুমের প্রথম তুষারপাত দেখল সান্দাকফু । রাত থেকেই তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছিল। এদিন সকাল থেকে সান্দাকফুর বিস্তীর্ণ এলাকা বরফে ঢাকা পড়ে গিয়েছে। সান্দাকফু থেকে ফালুট যাওয়ার রাস্তায় বরফ জমে রয়েছে।
advertisement
1/4
মরশুমের প্রথম তুষারপাত দেখল সান্দাকফু, সাদায় সাদায় ঢাকল সব, রইল ফটো
দার্জিলিং : মরশুমের প্রথম তুষারপাত দেখল সান্দাকফু । রাত থেকেই তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছিল। সোমবার সকাল থেকে সান্দাকফুর বিস্তীর্ণ এলাকা বরফে ঢাকা পড়ে গিয়েছে। সান্দাকফু থেকে ফালুট যাওয়ার রাস্তায় বরফ জমে রয়েছে। রাস্তায় পড়ে বরফ, গাছগাছালির ফাঁকে দেখা যাচ্ছে বরফ। 
advertisement
2/4
ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে উত্তর ও পূর্ব সিকিমেও। উত্তর সিকিমের লাচেন, পূর্ব সিকিমের ছাঙ্গু লেক বরফে ঢেকে গিয়েছে । ছাঙ্গু লেক পর্যন্ত পর্যটকদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।
advertisement
3/4
প্রসঙ্গত, সান্দাকফু থেকে অপেক্ষাকৃত নীচের উচ্চতায় টংলু, টুমলিং, ফালুট, কালিপোখরি, মানেভঞ্জন সহ বিভিন্ন এলাকাতে সকালে হালকা তুষারপাত হয়েছে। পর্যটকরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বরফা ঢাকা একাধিক এলাকার ছবি শেয়ার করেছেন। প্রবল তুষারপাত শুরু হয়েছে সান্দাকফুতে। আর সেই কারণেই ওই রাস্তা যান চলাচলের পক্ষে দুর্গম হয়ে উঠেছে।
advertisement
4/4
শেষ পাওয়া খবর অনুযায়ী, টুমলিং পর্যন্ত যেতে পারছেন পর্যটকরা। এর বেশি গাড়ি নিয়ে এগোনো যাচ্ছে না। সান্দাকফু এলাকার আশপাশ পর্যন্ত তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। হোটেল রুম থেকেই নিসর্গ দর্শন করতে পারবেন পর্যটকরা। ফাল্গুনের শেষে পর্যটকদের ভিড় হবে বলে আশাবাদী হোটেল ব্যবসায়ীরা। Input- Anirban Roy
বাংলা খবর/ছবি/শিলিগুড়ি/
Darjeeling News: মরশুমের প্রথম তুষারপাত দেখল সান্দাকফু, সাদায় সাদায় ঢাকল সব, রইল ফটো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল