TRENDING:

Purulia Weather|| সপ্তাহান্তে পুরুলিয়া বেড়াতে যাওয়ার প্ল্যান? কেমন থাকবে আবহাওয়া? রইল পূর্বাভাস

Last Updated:
Purulia Weather Forecast: কনকনে ঠান্ডার হাত থেকে একটু হলেও নিস্তার মিলেছে। বেশ কয়েকদিনের প্রবল শীতে কাবু পুরুলিয়াবাসী। 
advertisement
1/6
সপ্তাহান্তে পুরুলিয়া বেড়াতে যাওয়ার প্ল্যান? কেমন থাকবে আবহাওয়া? রইল পূর্বাভাস
*হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু গোটা রাজ্য। বিগত বছরের থেকে এ বছরে ঠাণ্ডা অনেকটাই বেশি। চলতি মাসের শুরু থেকে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। তবে ঠান্ডার প্রকোপ কিছুটা হলেও কমেছে। যদিও হাওয়া অফিস জানিয়েছে, স্বস্তি সামতিক। তারপর আগামী সপ্তাহে ফের কড়া শীত ফিরবে বঙ্গে। প্রতিবেদনঃ শর্মিষ্ঠা ব্যানার্জি। সংগৃহীত ছবি। 
advertisement
2/6
*আবহাওয়া দফতরের খবর, আগামী ২৪-৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কোথাও, কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বেশ কিছুটা বাড়তে পারে। সংগৃহীত ছবি। 
advertisement
3/6
*আজ বৃহস্পতিবার পুরুলিয়ার সবোর্চ্চ তাপমাত্রা ২৭ ডিগ্ৰি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্ৰি সেলসিয়াস। আগামীতে কয়েকদিন তাপমাত্রার আরও কিছুটা বাড়ার সম্ভাবনা। সংগৃহীত ছবি। 
advertisement
4/6
*প্রসঙ্গত, গত ২-৩ দিন পুরুলিয়া তাপমাত্রা কিছুটা বেড়েছে। যারা মর্নিং ওয়াক করতে যাচ্ছেন তাঁদের অনেকের দাবি তাপমাত্রা আগের তুলনায় বেড়েছে। আগের মত আর হাড় কাপানো ঠান্ডা অনুভব হচ্ছে না। সংগৃহীত ছবি। 
advertisement
5/6
*চলতি বছরে রেকর্ড ঠান্ডা ছিল রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়াতেও। ঠান্ডার প্রভাবে নাজেহাল দশা হয়েছে মানভূম জেলার মানুষদের। বিশেষ করে সকালের দিকে কাজে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
6/6
*কোথাও, কোথাও দেখা গিয়েছে রাস্তার ধারে আগুন জেলে আগুন পোহাতে। আশ্রয়হীন মানুষগুলোর জরাজীর্ণ দশা তীব্র ঠান্ডায়। বয়স্ক থেকে বাচ্চারাও ঠান্ডার প্রভাবে জ্বর, সর্দি, কাশিতে ভুগছে। আবহাওয়াবিদ ও চিকিৎসকেরা বারবার সতর্ক করছেন তীব্র ঠান্ডা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/পুরুলিয়া/
Purulia Weather|| সপ্তাহান্তে পুরুলিয়া বেড়াতে যাওয়ার প্ল্যান? কেমন থাকবে আবহাওয়া? রইল পূর্বাভাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল