Weather Update: সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত, ঠান্ডা কি কমবে? বৃষ্টির সম্ভাবনাই বা কতটা? আবহাওয়ার বড় আপডেট জেনে নিন
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- hyperlocal
Last Updated:
এক ঝটকা অনেকখানি কমেছে তাপমাত্রার পারদ। এর মাঝে আবহাওয়া পরিবর্তনের বিরাট ইঙ্গিত দিল হাওয়া অফিস।
advertisement
1/7

এক ঝটকায় বেশ অনেকখানি কমেছে তাপমাত্রার পারদ। ধীরে, ধীরে শীতের আমেজ উপভোগ করছে দক্ষিণের মানুষেরা। এই মুহূর্তে তীব্র ঠান্ডার দাপট দক্ষিণের জেলাগুলিতে না থাকলেও বিগত দিনের তুলনায় তাপমাত্রার পারদ অনেকাংশই কমেছে।
advertisement
2/7
দক্ষিণের অন্যান্য জেলাগুলির মতোই পুরুলিয়া জেলাতেও তাপমাত্রার পারদ হঠাৎ করেই অনেকখানি কমে গিয়েছে। ঠান্ডার আমেজে গা ভাসিয়েছে পুরুলিয়াবাসী।
advertisement
3/7
এদিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আগামী এক থেকে দু'দিনের মধ্যে তাপমাত্রার বেশ খানিকটা পরিবর্তন ঘটবে এমনটাই পূর্বাভাস মিলেছে।
advertisement
4/7
ফের সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত। এর জেরে আবারও কিছুটা তাপমাত্রা বাড়তে চলেছে। নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহের শুরুতেই পরিবর্তন হতে চলেছে আবহাওয়ার। নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে।
advertisement
5/7
যার ফলে ফের দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ বাড়বে। দক্ষিণের বেশ কিছু জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা গুলিতে তাপমাত্রার অনেকখানি পরিবর্তন দেখা গিয়েছে।
advertisement
6/7
অপরদিকে উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে নভেম্বরের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে তাতে উত্তরবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।
advertisement
7/7
বর্তমানে দক্ষিণের জেলাগুলি তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে। শহর কলকাতা তাপমাত্রাও ২০ ডিগ্রিতে পৌঁছেছে। যার ফলে অনেকখানি পরিবর্তন হয়েছে আবহাওয়ার। শীঘ্রই জোরসে কামড় বসাবে শীত।