TRENDING:

Cyclonic Circulation Update: জোড়া সমুদ্রে জোড়া ঘূর্ণাবর্ত, তুমুল-তোলপাড়ে অস্থির হবে, কাঁপবে বঙ্গ

Last Updated:
Cyclonic Circulation Update: ফের প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণে , রইল সম্পূর্ণ আপডেট!
advertisement
1/10
বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে চলেছে দক্ষিণের এই জেলাগুলিতে
 : ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত৷ যার জেরে ফের একবার অস্থির হবে বঙ্গের আবহাওয়া৷ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্ন ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত থাকবে ৷
advertisement
2/10
এরই জেরে আগামী ৪৮ ঘণ্টায় ফের নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ এদিকে আরব সাগরেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত৷ এরই জেরে পূর্ব রাজস্থানেও তৈরি হয়েছে নিম্নচাপ৷
advertisement
3/10
এই দুই অ্যাক্টিভ ওয়েদার প্রণালী সারা দেশেই ফের একবার তুলকালাম করতে চলেছে৷ পুনরায় প্রবল ঝড় বৃষ্টি দাপট শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে। ‌ বিগত দু-দিনে বৃষ্টির পরিমাণ কিছুটা কম ছিল দক্ষিণবঙ্গে। কিন্তু ফের ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে।
advertisement
4/10
বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত তার জেরেই পুনরায় ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। কলকাতা-সহ দক্ষিণের প্রায় সবক’টি জেলাতেই বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত টানা কিছুদিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।
advertisement
5/10
ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর , পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। হাওড়া , কলকাতা , হুগলি , পুরুলিয়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর , বাঁকুড়া , পশ্চিম বর্ধমান , পূর্ব বর্ধমান , বীরভূম , মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
6/10
বিগত দু-দিনে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে কিছুটা কমেছিল ঝড় বৃষ্টির পরিমাণ। বেড়েছিল আর্দ্রতা জড়িত অস্বস্তি। আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণের প্রায় সর্বত্র। স্বস্তির আশায় রয়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা।
advertisement
7/10
অপরদিকে একেবারেই ভিন্ন চিত্র রয়েছে উত্তরবঙ্গে। বৃষ্টির পরিমাণ একেবারেই কমে গিয়ে বাড়ছে গরমের দাপট। দার্জিলিং , জলপাইগুড়ি , কালিম্পং , আলিপুরদুয়ার , কোচবিহার , উত্তর দিনাজপুর , দক্ষিণ দিনাজপুর ও মালদহে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
8/10
দক্ষিণের অন্যান্য জেলাগুলির মত জেলা পুরুলিয়াতেও ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে। তবে তাপমাত্রার পারদ সেই তুলনায় কমছে না।
advertisement
9/10
ভাদ্র মাসের শেষেও গরমের দাপট যথেষ্টই রয়েছে জেলায়। সোমবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
advertisement
10/10
তবে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়াতে কিছুটা হলেও তাপমাত্রার পারদ কমতে পারে বলে মনে করা হচ্ছে। ঝড় বৃষ্টি হলেও বহাল রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। Input- Sarmistha Banerjee 
বাংলা খবর/ছবি/পুরুলিয়া/
Cyclonic Circulation Update: জোড়া সমুদ্রে জোড়া ঘূর্ণাবর্ত, তুমুল-তোলপাড়ে অস্থির হবে, কাঁপবে বঙ্গ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল