Purulia News: আগামী কয়েকদিনের মধ্যে শুরু হবে ঝড়বৃষ্টির দাপট, কেমন থাকবে আবহাওয়া, দেখুন লেটেস্ট আপডেট
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Purulia News: কবে থেকে তুমুল ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে , দেখুন কী পূর্বভাস দিচ্ছে আবহাওয়া দফতর!
advertisement
1/6

বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপের প্রভাব অল্প মাত্রায় পড়বে দক্ষিণবঙ্গে। তবে বিশেষ কোনও পরিবর্তন ঘটবে না আবহাওয়ার। বিক্ষিপ্তভাবেই দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
advertisement
2/6
পুরুলিয়া জেলাতেও মাঝের মধ্যেই হচ্ছে এক পশলা বৃষ্টি। আবহাওয়ার আমূল কোন পরিবর্তন ঘটেনি পুরুলিয়া জেলায়। বরং পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির দেখা মিলছে না পুরুলিয়া জেলাতে। শনিবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
advertisement
3/6
জেলার বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে কখনও , কখনও। মাঝেমধ্যেই হালকা রোদের দেখা মিলছে। তবে দক্ষিণবঙ্গের এই জেলার আগামী কিছুদিনের মধ্যেই প্রবল ঝড় বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বভাস মিলেছে।
advertisement
4/6
দক্ষিণবঙ্গ এ বার বর্ষা প্রথম থেকেই বিমুখ হয়ে রয়েছে। পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হচ্ছে না কোনও জেলাতেই। আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার তেমন হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কলকাতা শহরেও কখনও মেঘ কখনও রোদ কখনও হালকা বৃষ্টি চলবে।
advertisement
5/6
উত্তরবঙ্গের জেলা গুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হবে ঝড় বৃষ্টি। বিশেষত জলপাইগুড়ি , কালিম্পং , কার্শিয়াং , আলিপুরদুয়ার , জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির দাপট বজায় থাকবে। আগামী দিনে বৃষ্টির দাপট আরও অনেকটাই বাড়বে।
advertisement
6/6
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী রবিবার থেকে ঝড় বৃষ্টির দাপট অনেকটাই বাড়বে। সমুদ্র উপকূলবর্তী এলাকা গুলিতে মৎস্যজীবীদের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আবহাওয়ার তেমন কোনও হেরফের হবে না বলে জানা গিয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।