Weather Update: নিম্নচাপ থেকে ঘূর্ণাবর্ত, বহাল থাকছে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি , রইল সম্পূর্ণ আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Weather Update: বহাল থাকছে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি , রইল সম্পূর্ণ আপডেট, ঝড়-বৃষ্টি বৃদ্ধির পাশাপাশি পড়ছে নিম্নচাপের প্রভাব , জেনে নিন আপনার জেলা কেমন থাকছে৷
advertisement
1/7

Weather Update: নিম্নচাপ, ঘূর্ণাবর্ত সবকিছু মিলে দক্ষিণবঙ্গে তোলপাড় অবস্থা৷ প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডব চলছে গোটা বঙ্গে। তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। ভাসবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা।
advertisement
2/7
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের শক্তি বৃদ্ধি হয়েছে। প্রতিবেশী রাজ্যের পাশাপাশি বঙ্গেও তার প্রভাব পড়ছে। বিশেষত দক্ষিণ বঙ্গে এই নিম্নচাপের প্রভাব অনেকটাই পড়বে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
3/7
দক্ষিণের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর জেলায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
4/7
মাঝারি বৃষ্টির সতর্কতা জারি কলকাতা, হাওড়া, হুগলিতে। বজ্র-বিদ্যুৎ-সহ, ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে পুরুলিয়া , ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
advertisement
5/7
অপরদিকে উত্তরবঙ্গের জেলা গুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং , জলপাইগুড়ি , কালিম্পং , আলিপুরদুয়ার , কোচবিহার , উত্তর দিনাজপুর , দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
6/7
বৃষ্টি হবে এমন তালিকায় থাকছে জেলা পুরুলিয়াও। জেলার বিভিন্ন প্রান্তে দফায় , দফায় চলবে ঝড় বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা জেলায়। সকাল থেকেই আকাশে ঘন মেঘ দেখে যাচ্ছে । ঝড় বৃষ্টির ফলে কমেছে তাপমাত্রার পারদ। শুক্রবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আপাতত ঝড় বৃষ্টি বহাল থাকছে জেলায়। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তির পরিমাণও কিছুটা কমেছে পুরুলিয়ায়।
advertisement
7/7
শুক্রবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায়। বিগত দু-দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। যার ফলে আপেক্ষিক আদ্রতার পরিমাণ কিছুটা কমেছে। আগামী ২৪ ঘণ্টা ঝড়-বৃষ্টি পরিমাণ বহাল থাকবে গোটা দক্ষিণবঙ্গে এমনটাই পূর্বভাস দিয়েছে হাওয়া অফিস। Input- Sarmistha Banerjee