TRENDING:

Purulia Weather Update : কুয়াশা ভ্যানিশ, রোদ ঝলমলে পুরুলিয়া, ডাকছে অযোধ্যা পাহাড়

Last Updated:
শীতের জন্য অযোধ্যা যাওয়ার প্ল্যান বাতিল করছেন, চিন্তা নেই ঝলমলে রোদে সেজে উঠেছে অযোধ্যায়! 
advertisement
1/5
 কুয়াশা ভ্যানিশ, রোদ ঝলমলে পুরুলিয়া, ডাকছে অযোধ্যা পাহাড়
#পুরুলিয়া: চিন্তা নেই আর প্লেন ক্যানসেল করতে হবে না, অযোধ্যা যাওয়ার। কুয়াশার মুখ ভার কাটিয়ে আবারও ঝিলিমিলি রোদের দেখা মিলেছে। তীব্র ঠান্ডায় রাজ্য জুড়ে যখন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে সেই সময় এক চিলতে রোদের ঝলক জানান দিচ্ছে শীত বিদায়ের। রবিবার থেকে ধাপে, ধাপে বাড়বে তাপমাত্রা।
advertisement
2/5
২৩ শে জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারির মধ্যে বাড়তে পারে তাপমাত্রার পারদ। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পরিস্কার আকাশ থাকবে। তবে সকালে ও সন্ধ্যে শীতের আমেজ থাকবে। দিনের বেলায় শীতের আমেজ ধীরে , ধীরে কমতে থাকবে। বাড়বে তাপমাত্রার পারদ। চলতি মরশুমে শীত যে বিদায় নিতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
3/5
পুরুলিয়ায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তাই কিছুটা হলেও তীব্র শীতের প্রকোপ থেকে স্বস্তি পেয়েছে পুরুলিয়ার বাসিন্দারা।
advertisement
4/5
অনেকেই তীব্র ঠান্ডার কারণে পুরুলিয়ায় বেড়াতে যেতে চাইছিলেন না। তাদের জন্য অনেকটাই স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। হালকা শীতের আমেজ উপভোগ করতে , করতে এবার অনায়াসেই চলে আসতে পারেন পছন্দের ডেস্টিনেশন অযোধ্যার আমেজ উপভোগ করতে। শীতের শেষ ইনিংস নিয়ে যখন তীব্র ঠান্ডার আতঙ্কে ভুগছিল বঙ্গবাসী ঠিক সেই সময়ই স্বস্তি দিতে দেখা মিলল ঝলমলে রোদের।
advertisement
5/5
বিগত দিনে কুয়াশা চাদরে অযোধ্যা পাহাড় ঢেকে থাকলেও রবিবার সকাল থেকে অযোধ্যা পাহাড়ের পাদদেশও কিন্তু ঝলমলে রোদে সেজে উঠেছে। তীব্র ঠান্ডার কারণে বৃদ্ধ থেকে বাচ্চারা অনেকেই জর , সর্দি , কাশি সহ নানান সমস্যায় ভুগছিলেন। এগুলি থেকেও তারা অনেকটা রেহাই পেতে পারবে বলে মনে করা হচ্ছে। Input- Sharmistha Banerjee
বাংলা খবর/ছবি/পুরুলিয়া/
Purulia Weather Update : কুয়াশা ভ্যানিশ, রোদ ঝলমলে পুরুলিয়া, ডাকছে অযোধ্যা পাহাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল