Weather Alert: জারি কমলা ও হলুদ সতর্কতা! রাজ্যে লাগাতার চলবে ঝড়বৃষ্টির তাণ্ডব, জানুন পূর্বাভাস
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Weather Alert: তীব্র গতিতে ঝোড়ো হাওয়া সঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলায় , কমলা ও হলুদ সর্তকতা জারি!
advertisement
1/7

প্রবল ঝড়ের তাণ্ডব চলবে রাজ্যে। পূর্বাভাস হাওয়া অফিসের। মঙ্গলবার ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যার ফলে ২৩ থেকে ২৭ মে টানা পাঁচ দিন রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে৷ সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।( প্রতিবেদন: শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/7
রাজ্যের ১৫ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই মঙ্গলবার কমলা ও বুধবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শহর কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
advertisement
3/7
উত্তরবঙ্গের প্রায় সব কটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে । তার মধ্যে দার্জিলিং , জলপাইগুড়ি , কালিম্পং , আলিপুরদুয়ার , কোচবিহার , উত্তর দিনাজপুর , দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
advertisement
4/7
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব মেদিনীপুর , হাওড়া , হুগলি , পুরুলিয়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর , বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় হতে পারে। পূর্ব বর্ধমান , বীরভূম , মুর্শিদাবাদ এবং নদিয়ায় ৫০-৬০ কিমি বেগে ঝড় বৃষ্টি হতে পারে।
advertisement
5/7
প্রায় ৪৫ ডিগ্রি ছুঁইছুঁই পুরুলিয়ায় তাপমাত্রার পারদ। তীব্র গরমে নাকাল দশা হচ্ছে জেলাবাসীর।সোমবার পুরুলিয়া শহরে হালকা বৃষ্টি হয়। কিন্তু তাতে অস্বস্তি কোন অংশেই কমেনি। রাজ্যের অন্যান্য জেলাতে ঝড়-বৃষ্টি হলেও পুরুলিয়া জেলায় সেইভাবে বৃষ্টি হতে দেখা যাচ্ছে না।
advertisement
6/7
মঙ্গলবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে হাওয়া অফিস। তীব্র গরমের দাপটে নাজেহাল অবস্থা হচ্ছে গোটা জেলার মানুষদের।
advertisement
7/7
আগামী পাঁচ দিনের জন্য হাওয়া অফিসের পক্ষ থেকে রাজ্য জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। কিন্তু তাতেও কোন অংশেই গরমের দাপট কমছে না।