Weather Update in Poila Baisakh: প্যাচপ্যাচে গুমোট গরমের সঙ্গে তাপপ্রবাহের আশঙ্কায় তাল কাটল পয়লা বৈশাখের আনন্দের
- Written by:Bangla Digital Desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Weather Update in Poila Baisakh: নববর্ষ কাটতে চলেছে তীব্র গরমের মধ্যে দিয়ে। স্বস্তি দিতে দেখা মিলল না বৃষ্টির।
advertisement
1/7

নববর্ষের আনন্দে মেতেছেন বঙ্গবাসী। কিন্তু সমস্ত আনন্দের আমেজই ফিকে হয়ে যাচ্ছে তীব্র গরমের কারণে। দিনে, দিনে বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই ৪১ ডিগ্ৰিতে পৌঁছেছে বেশ কিছু জেলায় তাপমাত্রা পারদ। আপাতত চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। ( প্রতিবেদন: শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/7
পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা বেড়ে চলেছে। আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্ক জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হবে জেলার মানুষদের।
advertisement
3/7
উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে তাপমাত্রার পারদ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও চার থেকে পাঁচ ডিগ্রি বাড়বে তাপমাত্রার পারদ। তাপ প্রবাহের পাশাপাশি দক্ষিণবঙ্গে বইবে লু। একেবারেই থাকছে না বৃষ্টিপাতের সম্ভাবনা এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
4/7
রাজ্যের অন্যান্য জেলার মতনই প্রতিনিয়ত পুরুলিয়াতে বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। হাওয়ায় অফিস সূত্রে জানা গিয়েছে , শনিবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৬ ডিগ্ৰি সেলসিয়াস।
advertisement
5/7
গরমের হাত থেকে বাঁচতে ছাতা মাথায় দিয়ে ও মুখ বেঁধে বেরোতে দেখা যাচ্ছে সকলকে। একটু বেলা বাড়ার সঙ্গে , সঙ্গে ঠান্ডা পানিয়র দোকান গুলিতে ভিড় বাড়ছে মানুষের। প্রতিবছরই পুরুলিয়ায় তীব্র গরম পড়ে। এ বছরও তার কিছু বিকল্প হচ্ছে না।
advertisement
6/7
আগামী তিন থেকে চারদিন তাপমাত্রার পারদ আরও অনেকটাই বাড়তে চলেছে। তীব্র গরমের দাপটে নাকাল হতে হবে রাজ্যের মানুষদের।
advertisement
7/7
তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।