TRENDING:

Cyclone Mocha Rain Alert: ২১০কিমি ঘণ্টা গাস্টিং স্পিডে ল্যান্ডফল মোকার, বাংলাতেও প্রবল ঝড় বৃষ্টি

Last Updated:
বেশ কিছু জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা, গরমের মধ্যেই হবে তাণ্ডব, রইল লিস্ট, উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামী দু থেকে তিন দিনের মধ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
1/7
২১০কিমি ঘণ্টা গাস্টিং স্পিডে ল্যান্ডফল মোকার, বাংলাতেও প্রবল ঝড় বৃষ্টি
পুরুলিয়া : ঘূর্ণিঝড় মোকার প্রভাবে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া দফতর। এর ফলে বেশ অনেকটাই কমতে পারে তাপমাত্রার পারদ। বিগত ২ দিন তীব্র গরমের দাপট থেকে সামান্য রেহাই পেয়েছিল বঙ্গবাসী। তাপমাত্রার পারদ দুই থেকে তিন ডিগ্রি কম ছিল৷ 
advertisement
2/7
কিছু  কিছু জায়গায় হালকা মেঘলাচ্ছন্ন আকাশ ছিল। এর মধ্যেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ‌ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা যেমন , দার্জিলিং , জলপাইগুড়ি , কালিম্পং , আলিপুরদুয়ার , কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
advertisement
3/7
অপরদিকে দক্ষিণবঙ্গের কিছু যেমন উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব মেদিনীপুর , পশ্চিম মেদিনীপুর এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হতে পারে , অন্যান্য জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।
advertisement
4/7
সোমবার উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব মেদিনীপুর , মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া , বাঁকুড়া , পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা বিরাট কোন পরিবর্তন হবে না। বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
5/7
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতোই ক্রমাগত পরিবর্তন হচ্ছে পুরুলিয়া জেলার আবহাওয়ার। ‌ মাঝে দু থেকে তিন দিন কিছুটা হলেও কমেছিল তাপমাত্রার পারদ রবিবার থেকে ফের আবারও বেড়েছে তাপমাত্রার পারদ। রবিবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
6/7
মাঝে বেশ কিছুদিন ঝড় বৃষ্টির ফলে তীব্র গরমের হাত থেকে অনেকটাই রেহাই পেয়েছিল জেলার মানুষ। সেই স্বস্তির দিন কাটিয়ে পুনরায় তাপ প্রবাহ বইতে শুরু করেছে জেলা জুড়ে। গত দু থেকে তিন দিন তাপ প্রবাহ থেকে একটু রেহাই মিললেও ফের পুনরায় বাড়ছে তাপমাত্রার পারদ। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানালেও পুরুলিয়া নিয়ে এখন অব্দি কোনও স্বস্তির খবর দিতে পারেনি হাওয়া অফিস।
advertisement
7/7
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামী দু থেকে তিন দিনের মধ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের খবর পাওয়ার পর থেকেই অনেকটাই স্বস্তিতে রয়েছে উত্তরবঙ্গের বাসিন্দারা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও অনেক জেলাই সেই তালিকা থেকে বাদ রয়েছে। কবে গোটা বঙ্গের মানুষ একটু স্বস্তি পাবে সেই দিনের আশায় দিন গুনছে তারা। Input- Sarmistha Banerjee
বাংলা খবর/ছবি/পুরুলিয়া/
Cyclone Mocha Rain Alert: ২১০কিমি ঘণ্টা গাস্টিং স্পিডে ল্যান্ডফল মোকার, বাংলাতেও প্রবল ঝড় বৃষ্টি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল