TRENDING:

Weather Alert: বঙ্গোপসাগরে ফুঁসছে দুটি সাইক্লোনিক সার্কুলেশন, আজও উত্তর থেকে দক্ষিণে আবহাওয়ার তুলকালাম

Last Updated:
Weather Alert: মে মাসের ৪ তারিখ পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া। বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ নিম্নমুখী। দিঘা সহ জেলার সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
advertisement
1/7
বঙ্গোপসাগরে ফুঁসছে ২সাইক্লোনিক সার্কুলেশন, আজও উত্তর থেকে দক্ষিণে তুলকালাম
দিঘা:  বঙ্গোপসাগরে তৈরি হয়ে রয়েছে দুটি সাইক্লোনিক সার্কুলেশন ৷ একটি রয়েছে বাংলাদেশের পাদদেশের বঙ্গোপসাগরে, আর অন্যটি মলদ্বীপের কাছের সমুদ্র৷  বৃষ্টির কারণে এক ধাক্কায় আবারও তাপমাত্রার পারদ নিম্নমুখী। ৪ মে পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা।
advertisement
2/7
৫ তারিখ থেকে তাপমাত্রা বাড়বে পূর্বাভাস হাওয়া অফিসের শেষ ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই কমবেশি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে। মে মাসে ৪ তারিখ পর্যন্ত খুব বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলায়। দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় মূলত মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। এদিনের তাপমাত্রাটা অনেকটাই কম থাকবে স্বাভাবিকের নিচে গিয়ে দাঁড়াবে।
advertisement
3/7
বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ নিম্নমুখী। দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস কম। তাপমাত্রা কম থাকায় মনোরম পরিবেশে দিঘা বেড়াতে এসে চুটিয়ে মজা উপভোগ করছে পর্যটকেরা।
advertisement
4/7
দিঘা সহ তার সংলগ্ন এলাকায় শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২ মিলিমিটার। দিঘার শেষ ২৪ ঘণ্টায় আবহাওয়া ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন অর্থাৎ ২ মে, মঙ্গলবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি। যা স্বাভাবিক থেকে ৪ ডিগ্রি কম। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। দিঘা ও তার সংলগ্ন এলাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় দিঘায় বৃষ্টিপাতের পরিমাণ ১.৫ সেন্টিমিটার। এদিন দুপুরের পর দিঘায় ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
5/7
পূর্ব মেদিনীপুর জেলার সদর শহরেও কমেছে তাপমাত্রা। তমলুকে শহরের এদিন তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৬ শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলার শিল্পাঞ্চল শহর হলদিয়ার এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৩ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ। এদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।
advertisement
6/7
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। কাঁথি শহরেও এদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
7/7
পূর্ব মেদিনীপুর জেলায় এদিন কালবৈশাখীর ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের। হাওয়া অফিসের রিপোর্ট পূর্বাভাস অনুযায়ী মে মাসের ৪ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইবে। ৫ তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং বাড়বে তাপমাত্রা। Input-  Saikat Shee
বাংলা খবর/ছবি/পূর্ব মেদিনীপুর/
Weather Alert: বঙ্গোপসাগরে ফুঁসছে দুটি সাইক্লোনিক সার্কুলেশন, আজও উত্তর থেকে দক্ষিণে আবহাওয়ার তুলকালাম
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল