TRENDING:

Jatra Utsav: পাঁশকুড়ায় শীত জমে ক্ষীর! সরকারি উদ্যোগে শুরু জমাটি যাত্রা উৎসব, পছন্দের যাত্রাপালা দেখার সুযোগ মাত্র কয়েকদিন

Last Updated:
Jatra Utsav: এই যাত্রা উৎসবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার যাত্রা সংস্থার যাত্রাপালা মঞ্চস্থ হবে। এর পাশাপাশি পুতুল নাচ, বাউল সহ নানা ধরনের লোকশিল্পের আধারও অনুষ্ঠিত হবে।
advertisement
1/6
পাঁশকুড়ায় শীত জমে ক্ষীর! সরকারি উদ্যোগে শুরু জমাটি যাত্রা উৎসব
জানুয়ারির শেষে পড়ন্ত শীতের হিমেশ পরশ গায়ে মেখে যাত্রা দেখার সুযোগ। জেলায় বসেছে যাত্রা উৎসবের আসর! বর্তমান সময়ে যাত্রাশিল্পকে এগিয়ে নিয়ে যেতে এই যাত্রা উৎসবের আয়োজন। সরকারি উদ্যোগে পাঁশকুড়ায় এই যাত্রা উৎসব আয়োজিত হয়েছে। (ছবি ও তথ্যঃ সৈকত শী)
advertisement
2/6
কালের নিয়মে অনেক কিছু হারিয়ে যাচ্ছে। বিশেষ করে বাংলা ও বাঙালির বিভিন্ন লোকশিল্প আজ হারিয়ে যাওয়ার পথে। এর মধ্যে অন্যতম হল বাংলার যাত্রাশিল্প। আধুনিকতার যুগে এই শিল্প অনেকটাই ব্যাকফুটে। সাধারণ মানুষের মনে যাত্রাশিল্প নিয়ে আবার উৎসাহ ফিরিয়ে আনার জন্য যাত্রা উৎসবের আসর বসেছে। সরকারি উদ্যোগে এই যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে।
advertisement
3/6
পাঁশকুড়ার গুমাই কিশলয় সংঘ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই যাত্রা উৎসব। সামনের মাঠে দক্ষিণবঙ্গ যাত্রা সংস্থার পক্ষ থেকে ৩ দিনের উৎসবের আয়োজন করা হয়েছে। যেখানে শুধু পূর্ব মেদিনীপুর জেলার যাত্রা সংস্থা নয়, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার যাত্রা সংস্থার যাত্রাপালা মঞ্চস্থ হবে। এর পাশাপাশি পুতুল নাচ, বাউল সহ নানা ধরনের লোকশিল্পের আধার অনুষ্ঠিত হবে।
advertisement
4/6
বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) তানিয়া পারভিন, হলদিয়া উন্নয়ন পরিষদের সদস্য নন্দকুমার মিশ্র সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা।
advertisement
5/6
জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জানান, "লোকসংস্কৃতি আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব গ্রাম বাংলার প্রাচীন উৎসব। বর্তমান রাজ্য সরকার এইসব শিল্পীদের পাশে রয়েছেন। এইসব শিল্পীদের আরও বেশি করে উৎসাহ দিতে এই উৎসবের আয়োজন।"
advertisement
6/6
গ্রামবাংলা তথা বাঙালির প্রাচীন বিনোদনের মাধ্যম যদি কিছু থাকে তা হল যাত্রাশিল্প। এই শিল্পের বিস্তার ও ব্যাপ্তি বাঙালির মননে। কিন্তু একটা সময় পর যাত্রাশিল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সাধারণ মানুষ। শিল্পীদের কথায়, বর্তমান সময়েও যাত্রাশিল্প অন্যান্য শিল্প মাধ্যমের থেকে অনেকটাই এগিয়ে। কারণ এর মাধ্যমে সমাজের বিভিন্ন দিক পরিস্ফুটিত হয়। ঘরের কাছে যাত্রাপালা দেখার এই সুযোগে খুশি পাঁশকুড়াবাসী। (ছবি ও তথ্যঃ সৈকত শী)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Jatra Utsav: পাঁশকুড়ায় শীত জমে ক্ষীর! সরকারি উদ্যোগে শুরু জমাটি যাত্রা উৎসব, পছন্দের যাত্রাপালা দেখার সুযোগ মাত্র কয়েকদিন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল