TRENDING:

Traditional Durga Puja 2023: কাঁথির কিশোর নগর গড় রাজবাড়ির দুর্গাপুজো! পুজোয় একটা দিন কাটাতেই পারেন এখানে! জানুন

Last Updated:
Traditional Durga Puja 2023: প্রায় তিনশ বছরেরও বেশি প্রাচীন কাঁথির কিশোরনগর রাজবাড়ির দুর্গাপুজো।
advertisement
1/8
কাঁথির কিশোর নগর গড় রাজবাড়ির দুর্গাপুজো! পুজোয় একটা দিন কাটাতেই পারেন এখানে!
কাঁথি কিশোর নগর রাজবাড়ির দুর্গাপুজো! কাঁথি মহাকুমার প্রাচীন বনেদি বাড়ির পুজো কিশোর নগর গড় রাজবাড়ির দুর্গাপুজো। তিন শতাব্দীর ইতিহাস সঙ্গে নিয়ে আজও সমান মর্যাদায় পূজিত হয় এই রাজবাড়ির দুর্গা প্রতিমা। কালের নিয়মে কমেছে জৌলুস। (Reported By: Saikat Shee)
advertisement
2/8
আজও কিশোর নগর গড় রাজবাড়ির দুর্গাপূজা দেখতে ভিড় জমায় এলাকাবাসীরা।  ৩০০ বছরেরও বেশি।প্রাচীন এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল এখানে মায়ের ঘট পশ্চিম-মুখী। কথিত আছে এই রাজ বাড়ির পূর্বপুরুষ রাজা যাদবরাম রায় দেবী মায়ের স্বপ্নাদেশ দুর্গাপূজার প্রচলন শুরু করেন। এই রাজ পরিবারের বর্তমান সদস্য দেবজ্যোতি রায় জানান, " প্রায় ১৭২০ সালে প্রথম এই পুজো শুরু হয়। স্বর্গীয় রাজা যাদবরাম রায় দেবী দুর্গার স্বপ্নাদেশে পুজো শুরু করেন। বর্তমানে পুজোর বয়স প্রায় ৩০০ বছর।(Reported By: Saikat Shee)
advertisement
3/8
পুজোতে একসময় বলি প্রথা প্রচলন ছিল। প্রতিবছর মহিষ বলি দেওয়া হত। মহিষ বলি চালু ছিল প্রায় ২৬৫ বছর। প্রাকৃতিক দুর্যোগের কারণে মায়ের উদ্দেশ্যে উৎসর্গকৃত মহিষ মারা গেলে বন্ধ হয়ে যায় পশু বলি প্রথা। ১৯৮৫ সালের বন্যায় রাজবাড়ি গোশালা ভেঙে পড়ে। গোশালায় দেবীর উৎসর্গীকৃত মহিষ দেওয়াল চাপা পড়ে মারা যায়। সে বছর থেকেই পশুবলি বন্ধ হয়ে যায়। পশু বলির পরিবর্তে আঁখ ও চাল কুমড়ো বলি শুরু হয় সেই বছর থেকে। এখনো আঁখ চাল কুমড়া বলি দেওয়া হয় রীতি মেনে।(Reported By: Saikat Shee)
advertisement
4/8
কাঁথি শহরের কিশোর নগর গড় রাজবাড়ির অন্যতম বৈশিষ্ট্য হল মা এখানে পূজিত হয় পশ্চিমমুখী ঘটে। পশ্চিম মুখী ঘটে দেবী দুর্গার আরাধনা বাংলা আর কোথাও হয় না। এই ঘট নিয়ে লোক মুখে নানা অলৌকিক কাহিনি শোনা যায়! একটি বিশেষ কারণে এই ঘট নিজেই পশ্চিম মুখী হয়! অলৌকিক ঘটনা লোক মুখে প্রচলিত!(Reported By: Saikat Shee)
advertisement
5/8
কিশোর নগর রাজবাড়ির দুর্গাপুজো শুরু হয় ষষ্ঠীর দিন ঘটোত্তলনের মধ্য দিয়ে। নিয়ম মেনেই মহাসপ্তমী, মহাঅষ্টমী সন্ধিপুজো, মহানবমী এবং দশমীর পুজো ও বিসর্জন হয়। নিয়ম মেনেই সন্ধিপুজো হয় একশোটি প্রদীপ জ্বালিয়ে। প্রদীপের সলতে তৈরির কাজে হাত লাগান রাজপরিবারের মহিলারা। একসময় ঘটোত্তলনের সময় কামান দাগা হত। পুজোয় কাজু বাদাম দিয়ে হাতে তৈরি এক প্রকার সন্দেশ ভোগ দেওয়া হয়। এই কাজু বাদাম দিয়ে সন্দেশ ভোগ কাঁথির আর কোন পুজোতে দেওয়া হয় না।(Reported By: Saikat Shee)
advertisement
6/8
এই কাজু বাদাম দিয়ে সন্দেশ ভোগ কাঁথির আর কোন পুজোতে দেওয়া হয় না। এই সন্দেশ ভোগ প্রসাদ লাভের জন্য মানুষের ভিড় পড়ে। বর্তমানে এই বিশেষ ভোগের জন্য টিকিটের ব্যবস্থা চালু হয়েছে।(Reported By: Saikat Shee)
advertisement
7/8
দিব্যজ্যোতি রায় এই রাজপরিবারের বর্তমান প্রজন্মদের একজন, 'তিনি জানান পুজোর সময় পরিবারের সব সদস্যই বাড়িতে থাকে। কাজের সূত্রে কাজের সূত্রে ভিন রাজ্যে বা বিদেশে থাকা রাজ পরিবারের সদস্যরা পুজোর আগেই ষষ্ঠীর আগেই বাড়িতে ফিরে আসে। ওই পূজার কটা দিন সবাই মেতে ওঠে পুজোয়।'(Reported By: Saikat Shee)
advertisement
8/8
বর্তমানে সময়ের সঙ্গে সঙ্গে প্রাচীন রাজবাড়ির পূজা গুলির জৌলুস কমেছে। কিন্তু সাবেকিয়ানায় বা পুজোর নিয়ম নিষ্ঠা বর্তমানেও অটুট আছে প্রথম দিনের মতোই। কাঁথি মহাকুমার অন্যতম এই প্রাচীন দুর্গাপুজো কাঁথি শহরবাসীর কাছে এক আবেগ।(Reported By: Saikat Shee)
বাংলা খবর/ছবি/পূর্ব মেদিনীপুর/
Traditional Durga Puja 2023: কাঁথির কিশোর নগর গড় রাজবাড়ির দুর্গাপুজো! পুজোয় একটা দিন কাটাতেই পারেন এখানে! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল