TRENDING:

South Bengal Weather Alert|| ৪০ পেরিয়েও ধাঁইধাঁই করে চড়বে পারদ, বইবে হু হু করে লু, থাকুন সাবধান

Last Updated:
South Bengal Weather Alert||  ৪০ অতিক্রমের পর জেলায় আরও বাড়তে পারে তাপমাত্রা 
advertisement
1/6
৪০ পেরিয়েও ধাঁইধাঁই করে চড়বে পারদ, বইবে হু হু করে লু, থাকুন সাবধান
পূর্ব বর্ধমান: ইতিমধ্যেই ৪০ পেরোল তাপমাত্রা। প্রখর দাবদাহের হাত থেকে মিলবে না রেহাই। এখনও এই গরমের মধ্যে অস্বস্তিতেই কাটাতে হবে সকলকে। গরমের দাপটে হয়রানি হলেও কোনও উপায় নেই। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে স্বাভাবিকের তুলনায় বাড়তে পারে তাপমাত্রা। জারি করা হয়েছে তাপপ্রবাহের সর্তকতা।
advertisement
2/6
বৃহস্পতিবারই পূর্ব বর্ধমান জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে তাপমাত্রা। সকাল থেকেই জেলা জুড়ে অস্বস্তির ভাব। অস্বস্তির মধ্যেই দিন অতিবাহিত হচ্ছে জেলাবাসীর। একটু বেলা বাড়লে অনেককেই বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ।যেখানে সতর্কতা জারি করে বারবার শিশু ও প্রবীনদের বিশেষ সাবধানতার কথা বলা হচ্ছে। ‌ এবারে পূর্ব বর্ধমান জেলায় গরমের প্রভাব অনেকটাই । তাপমাত্রা সকাল থেকেই তুলনামূলক অনেক বেশি।
advertisement
3/6
আবহাওয়া দফতরের ওয়েদার আপডেট  অনুযায়ি এই বছর গরমের দাপট আরও অনেকটাই বেশি থাকবে। ৭ এপ্রিল তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি,৮ এপ্রিল ৩৬.৮ ডিগ্রি, ৯ এপ্রিল ৩৭ ডিগ্রি এবং ১০ এপ্রিল বেড়ে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৩৯.৮ ডিগ্রিতে তবে বৃহস্পতিবার ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াল তাপমাত্রা। বেলা বাড়ার সঙ্গে থাকছে লু। বেলার দিকে বাইরে বেরোন দুষ্কর হয়ে পড়েছে শহরবাসীর।
advertisement
4/6
শহরের জমজমাটি এলাকাগুলিতেও গরমের জেরে ভিড় তুলনামুলক অনেকটাই কম। ঠাণ্ডা পানীয়তে গলা ভিজিয়ে সাময়িক স্বস্তি পাচ্ছেন সাধারণ মানুষ। এই তীব্র রোদ থেকে রেহাই পেতে সকলেই যথাযত ব্যবস্থা নিতে হবে, রোদে বেরোলে ছাতা, টুপি অথবা রুমাল ব্যবহার করতে হবে। প্রচণ্ড গরমে পূর্ব বর্ধমান জেলায় রীতিমতো হাসফাঁস করছে সকলেই ইতিমধ্যে এপ্রিলের মাসের শুরুর দিকেই ঘোষণা করা হয়েছে স্কুল ছুটির দিন।
advertisement
5/6
গরমের জালায় সম্পূর্ণ জেলায় নাজেহাল হতে হচ্ছে পড়ুয়াদেরও। গত কয়েকদিনে পূর্ব বর্ধমান জেলায় ক্রমে বেড়েই চলেছে তাপমাত্রা। তাপপ্রবাহের সতর্কতা জারি হওয়ায় এবং তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় আশঙ্কায় রয়েছে সকলে। আবহাওয়া দফতরের ওয়েদার আপডেটঅনুযায়ি  শুক্রবার পূর্ব বর্ধমান জেলার সর্বোচ্চ তাপমাত্রার পারদ গড় ৪১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ গড় ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে ।
advertisement
6/6
এরইমধ্যে পূর্ব বর্ধমান জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করেছে তাপমাত্রা , বাড়তে পারে আরও কিছুটা এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। এছাড়া আগামী কয়েকদিনে বৃষ্টির কোনরকম সম্ভাবনা নেই পূর্ব বর্ধমান জেলায়। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ২৭ শতাংশ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ১১ শতাংশ। হাওয়ার গতিবেগ থাকতে পারে ১৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। Input- Bonoarilal Chowdhury
বাংলা খবর/ছবি/পূর্ব বর্ধমান/
South Bengal Weather Alert|| ৪০ পেরিয়েও ধাঁইধাঁই করে চড়বে পারদ, বইবে হু হু করে লু, থাকুন সাবধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল