TRENDING:

কেরলের পর কি এ বার হিমাচল? তুষার-বৃষ্টিতে বাঁধ ভাঙছে জলের তোড়

Last Updated:
advertisement
1/6
কেরলের পর কি এ বার হিমাচল? তুষার-বৃষ্টিতে বাঁধ ভাঙছে জলের তোড়
হিমাচলপ্রদেশে বন্যা ভয়াবহ আকার নিচ্ছে দ্রুত৷ ৭০০ মানুষ আটকে পড়েছে লাহাউল ও স্পিতি জেলায়৷ চাম্বায় আটকে রয়েছেন ৩ হাজার মানুষ৷ বৃষ্টি ও তুষারপাত থামা তো দূর, বরং বাড়ছে হিমাচলপ্রদেশে৷ এর মধ্যে আশঙ্কার খবর হল, পং ড্যামের ৪৯ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে৷ যার জেরে জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যেতে পারে৷
advertisement
2/6
লাহাউল-স্পিতি জেলায় বায়ুসেনার দুটি হেলিকপ্টার উদ্ধার কাজ চালাচ্ছে৷ গ্যামন ইন্ডিয়া প্রকল্পের কাজে থাকা বহু শ্রমিক আটকে পড়েছেন চাম্বাতে৷ সংখ্যাটা প্রায় ৩ হাজার৷ পরিস্থিতি খতিয়ে দেখতে ভুন্তর যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
3/6
পং ড্যামে জলস্তর ১১ ফিট বেড়ে গিয়েছে৷ ফলে জল ছাড়তেই হবে বলে জানিয়েছে বাঁধ কর্তৃপক্ষ৷ দুপুর ৩টে থেকে ছাড়া হবে জল৷ তবে তাঁদের বক্তব্য, ভয়ের কিছু নেই৷ আগে থেকে ব্যবস্থা নিলে বিপদে পড়বেন না মানুষ৷
advertisement
4/6
এ দিকে আইআইটি রুরকির যে ৩৫ জন পড়ুয়া তুষার ও বৃষ্টিতে আটকে পড়েছিলেন, তাঁদের খোঁজ পাওয়া গিয়েছে৷ তাঁরা সুস্থ ও নিরাপদ রয়েছেন৷
advertisement
5/6
রেড অ্যালার্ট জারি করা হয়েছে মুখ্যমন্ত্রীর অফিস থেকে৷ পঞ্জাবের সব স্কুল মঙ্গলবার বন্ধ রাখা হয়েছে৷
advertisement
6/6
হিমাচলের বহু জায়গায় টেলিফোন পরিষেবা ব্যহত৷ শনিবার থেকে শুরু হওয়া তুষারঝঞ্ঝা ও বৃষ্টিতে পরিবহণ পরিষেবা বিপর্যস্ত৷ আগামী ৭২ ঘণ্টায় পরিস্থিতি খারাপ হতে পারে বলে অ্যালার্ট করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে৷
বাংলা খবর/ছবি/দেশ/
কেরলের পর কি এ বার হিমাচল? তুষার-বৃষ্টিতে বাঁধ ভাঙছে জলের তোড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল