চাকরি পেয়ে একদিনের জন্য 'ম্যানেজার' হলেন তরুণী, পরের দিন SSP-র কাছে...! বললেন 'স্বর্গীয় পরিবেশ', তারপরেই যা হল!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Spa: শহরের এক শিক্ষিত তরুণী চাকরির সন্ধানে স্পা সেন্টারে যান। তাঁকে মোটা বেতনে ম্যানেজারের পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু প্রথম দিন কাজে যোগ দিয়ে তিনি সেখানে যা দেখেন, তাতে হতবাক হয়ে যান। এমনও সম্ভব...! এ কোথায় এসে পড়লেন!
advertisement
1/7

শহরের এক শিক্ষিত তরুণী চাকরির সন্ধানে স্পা সেন্টারে যান। তাঁকে মোটা বেতনে ম্যানেজারের পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু প্রথম দিন কাজে যোগ দিয়ে তিনি সেখানে যা দেখেন, তাতে হতবাক হয়ে যান। এমনও সম্ভব...! এ কোথায় এসে পড়লেন!
advertisement
2/7
এর পরের দিন আর অফিসে না গিয়ে সোজা বরেইলির এসএসপি অনুরাগ আর্যর দফতরে হাজির হন। পুলিশের কাছেও তাঁর বক্তব্য ছিল চাঞ্চল্যকর। অভিযোগ পাওয়ার পর এসএসপি দ্রুত একটি বিশেষ পুলিশ টিম গঠন করেন।
advertisement
3/7
প্রিম নগর থানার কোহরা পীর চক এলাকার ‘বুদ্ধ স্পা সেন্টার’ ঘিরে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই সন্দেহ দানা বাঁধছিল। বিলাসবহুল গাড়িতে রাতের অন্ধকারে আসা মেয়েরা, ধনী গ্রাহকদের আনাগোনা— সব মিলিয়ে এক রহস্যজনক পরিবেশ। স্থানীয়দের মধ্যে কানাঘুষো চললেও এতদিন পর্যন্ত কেউ মুখ খুলছিল না।
advertisement
4/7
পুলিশ সদস্যরা গ্রাহক সেজে স্পা সেন্টারে পৌঁছতেই চমকে ওঠেন। ভেতরের দৃশ্য ছিল অভিজাত বিলাসবহুল পরিবেশের মতো। সুগন্ধী ও বিলাসবহুল আসবাবের মোড়কে চলছিল অবৈধ ব্যবসা। সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নেয় এবং তিন নারী ও দুই পুরুষকে গ্রেফতার করে।
advertisement
5/7
জানা যায়, বরেইলির প্রিম নগরের এক অভিজাত এলাকায় গোপনে চলছিল সেই হাই-প্রোফাইল দেহব্যবসার আসর। ‘স্পা সেন্টার’-এর আড়ালে এই চক্রটি পরিচালিত হত, যেখানে বিভিন্ন রাজ্যের উচ্চশিক্ষিত মেয়েদের নিয়ে এসে জোর করে এই কাজে নামানো হতো।
advertisement
6/7
এই চক্রের মূল পান্ডা হরিয়ানার হিসার জেলার বাসিন্দা জ্যোতি। মোরাদাবাদের রেহা ছিলেন স্পা সেন্টারের ম্যানেজার, আর বরেইলির সুমন ছিলেন ডেপুটি ম্যানেজার। তাঁদের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড এবং নেপাল পর্যন্ত। এই নারীরা Bareilly-র সাহিল ও রোহিতের সঙ্গে মিলে উচ্চশিক্ষিত তরুণীদের প্রলুব্ধ করে, তারপর তাঁদের এই দেহব্যবসায় নামিয়ে দিত।
advertisement
7/7
CO সিটি পঙ্কজ কুমার শ্রীবাস্তব জানান, "প্রেম নগর থানা এলাকায় এক তরুণী অভিযোগ জানিয়েছিলেন যে, তিনি ‘বুদ্ধ স্পা সেন্টার’-এ চাকরির জন্য গিয়েছিলেন, কিন্তু সেখানে তাঁর ওপর জোর করে শারীরিক নির্যাতন করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিন নারী ও দুই পুরুষকে গ্রেফতার করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী তদন্ত চলছে।"
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
চাকরি পেয়ে একদিনের জন্য 'ম্যানেজার' হলেন তরুণী, পরের দিন SSP-র কাছে...! বললেন 'স্বর্গীয় পরিবেশ', তারপরেই যা হল!