TRENDING:

বিয়ের আসরে খেতে বসেছিলেন অতিথিরা, এসে গেল বিরাট 'বাক্স'! খাবারের বদলে যা বেরল...! দেখে চোখ কপালে সবার

Last Updated:
Wedding Feast: বিয়েতে খাবারের বদলে অতিথিদের এ সব কী দেওয়া হল? ভাইরাল হয়েছে চমকপ্রদ এক ভিডিও। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওটি প্রায় ৫ কোটি মানুষ দেখেছেন এবং ১৭ লাখ লাইক পেয়েছে। দেখলে চমকে যাবেন।
advertisement
1/9
বিয়ের আসরে খেতে বসেছিলেন অতিথিরা, এসে গেল বিরাট 'বাক্স'! খাবারের বদলে যা বেরল...!
বিয়েতে অতিথিদের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থা সবসময় ভালভাবেই করা হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অতিথিদের বিশেষভাবে যত্ন নেওয়া হয়েছে। এমন আয়োজন, যে অতিথিরা এই বিয়েকে কখনও ভুলতে পারবেন না।
advertisement
2/9
অতিথিরা বসে আছেন খাবারের থালা নিয়ে। তার পরেই এসে পড়ল বাক্স। বাক্স থেকে বার করে সবাইকে একে একে দেওয়া হল সেই বিশেষ অভ্যর্থনামূলক 'পদ'! দেখে তো চক্ষু চড়কগাছ।
advertisement
3/9
বিয়েতে খাওয়া-দাওয়া থেকে শুরু করে গান-বাজনার সমস্ত আয়োজন করা হয়। কোথাও ৫৬ রকম পদ রান্না হয়, আবার কোথাও বসে আরাম করে পান করার জন্য বিশেষ ব্যবস্থা থাকে। তবে কী পরিবেশন করা হল বিয়েবাড়িতে, জানলে চমকে যাবেন।
advertisement
4/9
এখানে ‘পান’ বলতে জল বোঝানো হয়নি, বরং মদ বোঝানো হয়েছে। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে খাবারের পরিবর্তে বিয়েতে এলাহী পানীয়ের আয়োজন করা হয়েছিল।
advertisement
5/9
এই বিশেষ আয়োজনে অতিথিদের বসে পান করার জন্য যথাযথ ব্যবস্থা করা হয়েছিল। টেবিল-চেয়ার রাখা হয়েছিল, স্ন্যাকস রাখার জন্য পাতার থালা এবং পানীয়র জন্য ডিসপোজেবল গ্লাসও দেওয়া হয়েছিল।
advertisement
6/9
শেষে অতিথিদের জন্য মদের বাক্স খোলা হয় এবং প্রত্যেককে একটি করে বোতল দেওয়া হয়। এমন অভিনব ব্যবস্থা দেখে অতিথিদের মুখে হাসি ফুটে ওঠে।
advertisement
7/9
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, খাবারের বদলে অতিথিদের মদ পরিবেশন করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে টেবিলের সামনে অতিথিরা বসে আছেন। তাঁদের থালা ও গ্লাস দেওয়া হচ্ছে।
advertisement
8/9
ভিডিও দেখে হতবাক নেটিজেনরা! এই ভাইরাল ভিডিওটি ইনস্টাগ্রামে @crazy__reels69 নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভিডিওটি প্রায় ৫ কোটি মানুষ দেখেছেন এবং ১৭ লাখ মানুষ লাইক দিয়েছেন।
advertisement
9/9
তবে ভিডিওটি কোথাকার এবং কবে তোলা হয়েছে, সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর কমেন্ট সেকশনে মানুষের প্রতিক্রিয়া দেখার মতো!
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বিয়ের আসরে খেতে বসেছিলেন অতিথিরা, এসে গেল বিরাট 'বাক্স'! খাবারের বদলে যা বেরল...! দেখে চোখ কপালে সবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল