বোরোলিন-এর মানে কী জানেন? বাঙালির প্রিয় ক্রিম, অথচ অনেকেই জানেন না!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Boroline- ১৯৪৭-এর ১৫ অগাস্ট ভারত স্বাধীনতা লাভ করে। সেই সময় বোরোলিনের পক্ষ থেকে প্রায় ১ লক্ষ ক্রিমের টিউব বিনামূল্যে বিতরণ করা হয়েছিল।
advertisement
1/6

বাঙালির প্রিয় ক্রিম। যে কোনও ত্বকের সমস্যায় এখনও বহু বাঙালি পরিবারের অন্যতম ভরসা বোরোলিন। শীতের এই সময় তো প্রায় প্রতিটি বাঙালি বাড়িতে এই ক্রিম দেখা যায়।
advertisement
2/6
সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম-বোরোলিন। এই স্লোগান-এর সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে। কাটা, ফোলা, পোড়া - ত্বকের যে কোনও সমস্যার ম্যাজিক সমাধান। তবে আর পাঁচটা প্রসাধনী পণ্যের সঙ্গে এই ক্রিম-এর তফাত রয়েছে।
advertisement
3/6
বঙ্গ জীবনের অঙ্গ এই ক্রিম। ১৯২৯ সালে জিডি ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠা করেছিলেন গৌরমোহন দত্ত। এটিই বোরোলিনের মাদার কোম্পানি। অতি সাধারণ সবুজ রঙের টিউবে প্যাকেজিং করা শুরু হয়েছিল এই ক্রিম-এর।
advertisement
4/6
১৯২৯-এ বোরোলিন -এর জন্ম। বাঙালি ব্যবসা করতে পারে না, এই ধারণাই বদলে দিয়েছিলেন গৌরমোহন দত্ত। তাঁর এই পণ্য সারা দেশে ব্যাপক জনপ্রিয় হয়েছিল একটা সময়।
advertisement
5/6
১৯৪৭-এর ১৫ অগাস্ট ভারত স্বাধীনতা লাভ করে। সেই সময় বোরোলিনের পক্ষ থেকে প্রায় ১ লক্ষ ক্রিমের টিউব বিনামূল্যে বিতরণ করা হয়েছিল। তবে জানেন কি, এই বোরোলিন শব্দটারও একটা মানে রয়েছে। বহু বাঙালিই হয়তো জানেন না!
advertisement
6/6
Boroline-শব্দের প্রথম অংশ Boro, এটির উদ্ভব বোরিক পাউডার থেকে। এই বোরিক পাউডারের কিন্তু অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য রয়েছে। আর Olin শব্দটি ল্যাটিন শব্দ। এর উদ্ভব Olean শব্দ থেকে। এটির মানে তেল।