Snake Facts: এক ছোবলেই মৃত্যু...! সাপের বিষ মানুষের রক্তে মিশে গেলে শরীরে কী হয় জানেন? শুনলে ভয়ে আঁতকে উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Snake Facts: সাপের ছোবলে মৃত্যু হয়, এটা সকলেই জানেন৷ কিন্তু সাপের বিষ শরীরে মিশে গেলে কী হয় জানেন? বিশেষত,মানুষের রক্ত সাপের বিষের সঙ্গে মিশে গেলে কী হয় জানলে শিউরে উঠবেন৷
advertisement
1/6

সাপ এমন একটা প্রাণী,যার নাম শুনলেই আতঙ্ক গ্রাস করে৷ আর সামনে সাপ দেখলেই মানুষ আতঙ্কে মরে যায়৷ কামড়ালে এবং সময়মতো চিকিৎসা না হলেও মানুষের মৃত্যু ৮০ শতাংশ নিশ্চিত বলে ধরা হয়।
advertisement
2/6
এই কারণেই জন্যই বিপজ্জনক প্রাণীটির থেকে সকলেই দূরে থাকে। কোবরার মতো বিপজ্জনক সাপের বিষ এতটাই মারাত্মক যে কামড়ানোর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হতে পারে।
advertisement
3/6
সাপের ছোবলে মৃত্যু হয়, এটা সকলেই জানেন৷ কিন্তু সাপের বিষ শরীরে মিশে গেলে কী হয় জানেন? বিশেষত,মানুষের রক্ত সাপের বিষের সঙ্গে মিশে গেলে কী হয় জানলে শিউরে উঠবেন৷
advertisement
4/6
সাপের ছোবলে মৃত্যু হয়, এটা সকলেই জানেন৷ কিন্তু সাপের বিষ শরীরে মিশে গেলে কী হয় জানেন? বিশেষত,মানুষের রক্ত সাপের বিষের সঙ্গে মিশে গেলে কী হয় জানলে শিউরে উঠবেন৷
advertisement
5/6
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কাঁচের পাত্রে মানুষের রক্ত সংগ্রহ করছেন এক ব্যক্তি। এদিকে, একটি বিষাক্ত সাপের বিষের এক ফোঁটা একটি সিরিঞ্জের মাধ্যমে এটিতে প্রবেশ করানো হয়।
advertisement
6/6
বিষ খাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই রক্তের অবস্থা এমন হয়ে যায় যে তা পুরোপুরি জমে যায়। এমনকি যখন এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তরিত হয়, এটি গলে না বরং এটি জমাট বাঁধে। এই কারণেই রক্ত জমাট বেঁধে মানুষের মৃত্যু হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Snake Facts: এক ছোবলেই মৃত্যু...! সাপের বিষ মানুষের রক্তে মিশে গেলে শরীরে কী হয় জানেন? শুনলে ভয়ে আঁতকে উঠবেন