পাথুরে উপকূল, ঘন বনাঞ্চল আর পরিবেশের সঙ্গে মিশে থাকা বিলাসবহুল ভিলাই ছিল এই দ্বীপের বৈশিষ্ট্য। নৌকায় এসে অতিথিরা থাকতেন শান্ত, নির্জন পরিবেশে। এক সময়ে আটজনের বেশি অতিথি থাকার অনুমতি ছিল না, যাতে গোপনীয়তা ও ব্যক্তিগত পরিসর বজায় থাকে।
কাঠের আরামদায়ক কেবিনে ঘেরা বনাঞ্চলে যোগব্যায়াম, ধ্যান ও গভীর বিশ্রামের সুযোগ পেতেন অতিথিরা। পাইন গাছের ফিসফাস আর সমুদ্রের ঢেউয়ের শব্দে দৈনন্দিন ক্লান্তি মিলিয়ে যেত।
advertisement
বন্দে ভারত স্লিপার কোন কোন জেলার উপর দিয়ে যাবে? কত ভাড়া? পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোয় বড় সংযোজন
তেলে ভরপুর ভেনেজুয়েলা, তবু মুদ্রা এত দুর্বল কেন? জেনে নিন, সেখানে ১০ হাজার ভারতীয় টাকার মূল্য কত?
প্রায় ৮.৪ একর জায়গা জুড়ে বিস্তৃত দ্বীপটি রয়েছে বাল্টিক সাগরের কোলে, ফিনল্যান্ডের দক্ষিণ উপকূলের কাছে Raseborg অঞ্চলে। ফিনল্যান্ডের এই দ্বীপের নাম (SuperShe Island) সুপার শি আইল্যান্ড। হেলসিঙ্কি থেকে দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার হলেও, এখানে পৌঁছলে যেন একেবারে অন্য জগতে পা রাখা হয়।
২০১৮ সালে দ্বীপটি কেনেন আমেরিকার উদ্যোক্তা Kristina Roth, যিনি আগে একটি প্রযুক্তি সংস্থার সিইও ছিলেন। তাঁর লক্ষ্য ছিল—নারীদের জন্য একেবারে আলাদা, বিঘ্নহীন একটি আশ্রয় তৈরি করা, যেখানে কোনও এজেন্ডা বা বাধা ছাড়াই প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায়।
কেন পুরুষদের নিষেধাজ্ঞা ছিল
ক্রিস্টিনা রথের উদ্দেশ্য ছিল নারীদের জন্য শক্তিশালী, নিরাপদ এক পরিসর তৈরি করা। তাঁর মতে, দ্রুতগতির জীবনে নারীরা প্রায়ই নিজের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেন—এই দ্বীপ সেই সংযোগ ফেরানোর সুযোগ দিত।
২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত সুপারশি আইল্যান্ড ছিল নারীদের জন্য একান্ত আশ্রয়। হাজার হাজার নারী এখানে এসেছেন, বন্ধুত্ব গড়েছেন এবং নতুন উদ্যমে ফিরে গিয়েছেন।
তবে ২০২৩ সালে দ্বীপটি এক পুরুষ শিপিং এক্সিকিউটিভের কাছে এক মিলিয়ন ইউরোর বেশি দামে বিক্রি হয়। তারপর থেকে ‘সুপারশি’ ব্র্যান্ড হিসেবে আর পুনরায় চালু হয়নি।
তবু সোশ্যাল মিডিয়ায় দ্বীপের ছবি ও গল্প আজও ভাইরাল। ২০২৫–২৬ সালেও এটিকে ‘নারীদের স্বর্গ’ বলে উল্লেখ করা হচ্ছে। যদিও বর্তমানে দ্বীপটি ব্যক্তিগত সম্পত্তি এবং আগের নারীকেন্দ্রিক নিয়ম কার্যকর নেই, তবু এই ধারণা বিশ্বজুড়ে নারী-কেন্দ্রিক রিট্রিটের প্রবণতা বাড়িয়েছে—যা নিরাপদ ও পুনরুদ্ধারমূলক পরিসরের চাহিদাকেই তুলে ধরে।
