TRENDING:

Weird News: অদ্ভুত চেহারা! গোটা পরিবার আক্রান্ত বিরল রোগে, কুকুরের মতো ঘেউ ঘেউ করে সকলে! কী হয়েছে তাঁদের?

Last Updated:
Weird News: দ্য হুইটেকার পরিবারের সদস্যদের আচার-আচরণ ইউটিউবে ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে দেখতে পারবেন। দেখলে গা শিউরে উঠবে।
advertisement
1/10
অদ্ভুত চেহারা! গোটা পরিবারের বিরল রোগ, কুকুরের মতো ঘেউ ঘেউ করে! কী হয়েছে জানেন?
চোখে দেখার পরেও বিশ্বাস করা কঠিন মনে হতে পারে। কিন্তু সত্যি সত্যিই একটা পরিবার ছোটবেলা থেকেই একে অপরের সঙ্গে কথা বলে কুকুরের ডাকের মতো ঘেউ ঘেউ শব্দ ও চিৎকার করে। মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়াতে বসবাসকারী দ্য হুইটেকার পরিবারের গল্প এখন গোটা বিশ্বে জনপ্রিয়। কারণ, তাঁদের কথোপকথন কুকুরের ডাকের মতো শব্দ করে। তাঁরা এককথায় 'অস্বাভাবিক'। (ছবি সৌজন্যে -- মার্ক লাইটা ও সফট হোয়াইট আন্ডারবেলি চ্যানেল)
advertisement
2/10
মার্কিন এক ছবি নির্মাতা দ্য হুইটেকার পরিবারের সান্নিধ্যে আসার পরই তাঁদের কাহিনি গোটা পৃথিবী জানতে পারে। প্রযোজক মার্ক লাইটা পরে দ্য হুইটেকার পরিবারের বাড়িতে যান এবং সেখানে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন, সাক্ষাৎকার নেন। (ছবি সৌজন্যে -- মার্ক লাইটা ও সফট হোয়াইট আন্ডারবেলি চ্যানেল)
advertisement
3/10
দ্য হুইটেকার পরিবারের সদস্যদের আচার-আচরণ ইউটিউবে ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে শেয়ারও করেন। সেখানেই দেখা যায় পরিবারের সদস্যরা কুকুরের ডাকের মতো ঘেউ ঘেউ করে, কখনও চিৎকার করে কথা বলছেন। তাঁদের সঙ্গে বেশি কথা বললেই দৌড়ে পালিয়ে যাচ্ছেন অনেকে। (ছবি সৌজন্যে -- মার্ক লাইটা ও সফট হোয়াইট আন্ডারবেলি চ্যানেল)
advertisement
4/10
ইউটিউবে 'সফট হোয়াইট আন্ডারবেলি' নামক চ্যানেলে দ্য হুইটেকার পরিবারের ভিডিওটি আপলোড করা হয়েছে। চার্লসটেন থেকে প্রায় ৭৫ মাইল দূরে পশ্চিম ভার্জিনিয়াতে একটি ছোট্ট গ্রামে থাকেন তাঁরা। দ্য হুইটেকার পরিবার প্রায় গোটা জীবন সেখানেই কাটিয়েছেন, কাটাচ্ছেন। ভাই-বোনরা একসঙ্গে থাকেন। তাঁদের বয়স ৬০ থেকে ৭০-এর মধ্যে। (ছবি সৌজন্যে -- মার্ক লাইটা ও সফট হোয়াইট আন্ডারবেলি চ্যানেল)
advertisement
5/10
কয়েক বছর আগে এক ভাইয়ের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। বাড়ির সামনেই ফাঁকা একটি জায়গায় সেই দেহ কবর দেওয়া হয়েছে। বাড়িতে রয়েছে একাধিক পোষ্য কুকুরও। পরিবারে এখন তিন ভাই ও দুই বোন। ভাইদের মধ্যে টিমি, রে ও ফ্রেডি। দুই বোন বেটি ও লরেন। ফ্রেডি করোনাকালে প্রয়াত হন। (ছবি সৌজন্যে -- মার্ক লাইটা ও সফট হোয়াইট আন্ডারবেলি চ্যানেল)
advertisement
6/10
আন্তর্জাতিক সংবাদসংস্থা সান-এর খবর অনুযায়ী, এঁদের মা-বাবা একে অপরের ভাইবোন ছিলেন। প্রত্যেকেই এখন প্রয়াত। যদিও জীবিত ছেলেমেয়েরা এই দাবি স্বীকার করেননি। তাঁদের বক্তব্য, পরিবারের প্রত্যেকে একে অপরের তুতো ভাইবোন। প্রযোজক মার্ক লাইটা জানিয়েছেন, নিজের ভাইবোনের মধ্যে বিয়ের ফলেই জিনগত কোনও সমস্যার শিকার তাঁদের সন্তানেরা। জিনগত জটিলতা ও চারিত্রিক সমস্যা রয়েছে টিমি-রে-লরেনদের। (ছবি সৌজন্যে -- মার্ক লাইটা ও সফট হোয়াইট আন্ডারবেলি চ্যানেল)
advertisement
7/10
প্রযোজক মার্ক লাইটা জানিয়েছেন, তিনি প্রথমবার ওই বাড়িতে যাওয়ার পর দেখেন সব কিছু কেমন নিয়ন্ত্রণহীন। একে অপরের সঙ্গে ঘেউ ঘেউ শব্দ ও চিৎকার করে কথা বলছেন প্রত্যেকে। চোখ একদিকে, যাচ্ছেন-দৌড়চ্ছেন-হাঁটছেন অন্যদিকে। অস্বাভাবিক গোটা বিষয়টাই। এমনকী প্যান্ট কোমর থেকে খুলে পড়ে গেলেও ভ্রুক্ষেপ নেই কারও। (ছবি সৌজন্যে -- মার্ক লাইটা ও সফট হোয়াইট আন্ডারবেলি চ্যানেল)
advertisement
8/10
তবে ওঁদের কেউই ক্ষতিকারক বা ভয়ঙ্কর নন। অত্যন্ত আন্তরিকতার সঙ্গেই নিজেদের নিয়ে কথা বলেছেন দ্য হুইটেকার পরিবারের সদস্যরা। যদিও বেশি মানুষের সংস্পর্শে আসতে চান না তাঁরা। একাকীত্বে, নিজেদের মধ্যেই নিরাপদ অনুভব করেন প্রত্যেকে। মার্ক নিজেও ভিডিওতে দ্য হুইটেকারদের অকারণ দেখতে না যাওয়ার অনুরোধ করেছেন।
advertisement
9/10
প্রযোজক মার্ক আরও জানিয়েছেন, বর্তমানে পরিবারের প্রত্যেকেই নানা জটিল অসুখে আক্রান্ত। কেউ কেউ পরিষ্কার উচ্চারণ করতে পারলেও, কেউ কেউ একেবারেই কুকুরের ডাকের মতো ঘেউ ঘেউ ও চিৎকার করে থাকেন। (ছবি সৌজন্যে -- মার্ক লাইটা ও সফট হোয়াইট আন্ডারবেলি চ্যানেল)
advertisement
10/10
নিজেদের মনের কথা বলতে ও বোঝাতে কষ্ট হয় তাঁদের। জিনগত সমস্যার কারণেই এমন হয় বলে জানা যায় বিভিন্ন লেখা ও গবেষণায়। (বিশেষ কৃতজ্ঞতা-- মার্ক লাইটা ও সফট হোয়াইট আন্ডারবেলি ইউটিউব চ্যানেল) (ছবি সৌজন্যে -- মার্ক লাইটা ও সফট হোয়াইট আন্ডারবেলি চ্যানেল)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Weird News: অদ্ভুত চেহারা! গোটা পরিবার আক্রান্ত বিরল রোগে, কুকুরের মতো ঘেউ ঘেউ করে সকলে! কী হয়েছে তাঁদের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল