TRENDING:

শীত কেমন পড়বে এবার? বিরাট আপডেট, নভেম্বরে এবার যা হবে, শুনলে বিশ্বাস হবে না

Last Updated:
La Nina winter updates 2024- এবার বর্ষাতেও ভারতে এল নিনোর প্রভাব পড়েছে ভালই। বৃষ্টি হয়েছে বেশি। আর হাওয়া অফিস জানাচ্ছে, এবার জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে। এবার উত্তর, পূর্ব ও পশ্চিম ভারতে শীত পড়বে জাঁকিয়ে।
advertisement
1/7
শীত কেমন পড়বে এবার? বিরাট আপডেট, নভেম্বরে এবার যা হবে, শুনলে বিশ্বাস হবে না
শীতকাল কবে আসবে! এটাই এখন বাংলার মানুষের মনে সব থেকে বড় প্রশ্ন। কারণ এবার অক্টোবরের মাঝামাঝিতেও অস্বস্তিকর গরম। এখনও রোদে বেরোলে ঘেমে-েনেয়ে একাকার হতে হচ্ছে।
advertisement
2/7
হাওয়া অফিস জানিয়েছে, বর্ষা এবারের মতো বিদায় নিয়েছে। হেমন্তের শুষ্ক আবহাওয়া মানেই এখন শীতের অপেক্ষা। তবে শীত কেমন পড়বে এবার! আদৌ কি শীত পড়বে! নাকি নভেম্বর, ডিসেম্বরেও জ্যাকেট, শোয়েটারের দরকার পড়বে না!
advertisement
3/7
আইমএমডি জানিয়েছে, অক্টেবার পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে ৮ শতাংশ বেশি। আরও জানানো হয়েছে, নভেম্বর থেকেই এবার শীতের আমেজ আসবে।
advertisement
4/7
IMD জানিয়েছে, লা নিনার বছর এটি। এই বছরগুলিতে সাধারণত ভারতে গরম পড়ে খুব বেশি। এবারও তাই হয়েছে। তবে লা নিনা পরিস্থিতি অক্টোবরে শেষ হতে পারে। তার ফলে উত্তর ভারতে নভেম্বর থেকে জাঁকিয়ে শীত পড়তে পারে।
advertisement
5/7
এবার বর্ষাতেও ভারতে লা নিনার প্রভাব পড়েছে ভালই। বৃষ্টি হয়েছে বেশি। আর হাওয়া অফিস জানাচ্ছে, এবার জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে। এবার উত্তর, পূর্ব ও পশ্চিম ভারতে শীত পড়বে জাঁকিয়ে।
advertisement
6/7
আইএমডি প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, নভেম্বর নাগাদ লা নিনা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ৭১ শতাংশ। ফলে দেশের তাপমাত্রা কমতে থাকবে হু হু করে।
advertisement
7/7
এবার প্রশ্ন হল, লা নিনা কী! আসলে এটি এল নিনোর বিপরীত পরিস্থিতি। প্রশান্ত মহাসাগরে অক্ষরেখা বরাবর বায়ু পূর্ব দিকের উচ্চচাপ বলয় থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। ফলে সমুদ্রের জলের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। এই অবস্থায় পেরু-চিলি উপকূল বরাবর যে শীতল সমুদ্রস্রোত প্রবাহিত হয় তাকে লা-নিনা বলে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
শীত কেমন পড়বে এবার? বিরাট আপডেট, নভেম্বরে এবার যা হবে, শুনলে বিশ্বাস হবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল