Viral Optical Illusion: একটি নয়, পাঁচটি! চার-পেয়ে ঘোড়ার দলে ৫টি তিন-পেয়ে ঘোড়া খুঁজে পাবেন ১০ সেকেন্ডে? দেখুন তো চেষ্টা করে!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Viral Optical Illusion: এই ছবিতে আপনাকে সেই ঘোড়াগুলিকে চিহ্নিত করতে হবে, যেগুলির কেবল তিনটি পা রয়েছে। একটি নয়, পাঁচটি এমন তিন পেয়ে ঘোড়া রয়েছে ছবিতে। না খুঁজে পেলেও চিন্তা নেই। উত্তর দেওয়া রয়েছে নীচে।
advertisement
1/6

অপটিক্যাল ইলিউশন সমাধান করা কেবল বিনোদনের জন্য নয়, মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করার জন্যেও এই ধরনের ধাঁধাঁয় সময় দেওয়া উচিত। আপনার ইন্দ্রিয়ের জোর পরীক্ষা করার জন্যও এই ধরনের খেলার গুরুত্ব রয়েছে।
advertisement
2/6
এই ছবিতে তিন পেয়ে ঘোড়া খুঁজে বার করার যে চ্যালেঞ্জ আপনাকে দেওয়া হয়েছে, সেটি এক প্রকার অপটিক্যাল ইলিউশন। এই ছবিটির িদকে মন দিয়ে তাকান। ১০ সেকেন্ডের মধ্যে কি অন্যরকমের ঘোড়াগুলি খুঁজে বের করতে পারবেন?
advertisement
3/6
এই ধরনের একটি ছবি প্রথম নজরে খুব সহজ বলে মনে হতে পারে। তবে এটি যেভাবে ডিজাইন করা হয়েছে তা আপনার খানিক সময় নিয়ে নিতে পারে।
advertisement
4/6
একটি সাদা পটভূমিতে সবকটি ঘোড়াকে আঁকা হয়েছে। আকৃতির পুনরাবৃত্তিই দর্শকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। আর তাই সেখান থেকে অন্যরকমের ঘোড়াগুলি খুঁজে বার করাকে কঠিন করে তোলে।
advertisement
5/6
এখন এই ছবিতে আপনাকে সেই ঘোড়াগুলিকে চিহ্নিত করতে হবে, যেগুলির কেবল তিনটি পা রয়েছে। একটি নয়, পাঁচটি এমন তিন পেয়ে ঘোড়া রয়েছে ছবিতে। না খুঁজে পেলেও চিন্তা নেই। উত্তর দেওয়া রয়েছে নীচে।
advertisement
6/6
আপনি বাঁদিক থেকে তৃতীয় কলামে প্রথম তিন পেয়ে ঘোড়াটি পাবেন। দ্বিতীয় ঘোড়াটি রয়েছে চতুর্থ কলামে ষষ্ঠ স্থানে। একই কলামে তৃতীয় ঘোড়াটি নীচে নবম স্থানে। চতুর্থ ঘোড়াটিকে বাঁ দিক থেকে প্রথম কলামে দেখা যাবে। বাঁদিক থেকে শেষ কলামে পঞ্চম তিন পেয়ে ঘোড়া কলামের অষ্টম স্থানে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral Optical Illusion: একটি নয়, পাঁচটি! চার-পেয়ে ঘোড়ার দলে ৫টি তিন-পেয়ে ঘোড়া খুঁজে পাবেন ১০ সেকেন্ডে? দেখুন তো চেষ্টা করে!