TRENDING:

Viral News: 'স্যার, আমার বউ মোবাইলে যা করছে...' থানায় ঢুকেই ঘাম পড়তে শুরু করল স্বামীর! পুলিশের সামনে আসল ঘটনা আসতেই মাথায় হাত সকলের

Last Updated:
Viral News: বাহ, তোমার বউকে রিলসে দেখি', 'তোমার বউ কী ভাল রিলস করে', এ ধরনের মন্তব্য ও ভিডিও নিয়ে হাসাহাসি হওয়াতেই বিরক্ত হন স্বামী। তারপরেই যা ঘটল...
advertisement
1/10
'স্যার, আমার বউ মোবাইলে যা করছে...' থানায় ঢুকে পুলিশের সামনে স্বামী যা বলল, শুনে মাথায় হাত
স্বামী-স্ত্রীর মধ্যে কত কিছু নিয়েই না ঝগড়-অশান্তি হয়। কিন্তু তা বলে এমন একটি বিষয়েও যে স্বামী-স্ত্রী থানা-পুলিশ করে ফেলবে তা ভাবতে পারবেন না।
advertisement
2/10
বিভিন্ন সংবাদমাধ্যমে একটি ঘটনা নিয়ে রিপোর্ট লেখা হয়েছে। ঘটনাটি উত্তরপ্রদেশের গোরখপুরে ঘটেছে বলে দাবি।
advertisement
3/10
জানা গিয়েছে, স্ত্রী রিলস তৈরি করতে ভালবাসেন। মাঝে মাঝেই সেজেগুজে নানা বিষয় নিয়ে রিলস তৈরি করেন তিনি। প্রথম প্রথম স্বামীরও সেগুলি ভালই লাগত।
advertisement
4/10
কিন্তু গোল বাঁধল আত্মীয় ও বন্ধুদের জন্যে। কী ঘটনা ঘটেছে জানেন?
advertisement
5/10
'বাহ, তোমার বউকে রিলসে দেখি', 'তোমার বউ কী ভাল রিলস করে', এ ধরনের মন্তব্য ও ভিডিও নিয়ে হাসাহাসি হওয়াতেই বিরক্ত হন স্বামী।
advertisement
6/10
অপমানিত হয়ে বাড়ি এসে স্ত্রীকেই মারধর করে বলে অভিযোগ। এবং এক-দুদিন নয়, দিনের পর দিন স্ত্রীর উপর এই কারণে অত্যাচার করা শুরু হয় বলে অভিযোগ।
advertisement
7/10
অভিযোগ, বাড়িতে মদ খেয়ে এসে স্ত্রীকে মারধর করে স্বামী। এরপর একদিন স্বামী-স্ত্রী দুজনেই থানায় চলে যায়।
advertisement
8/10
পুলিশের সামনে গিয়ে বলে সমস্ত ঘটনা। স্বামী-স্ত্রীর মুখে এমন ঘটনা শুনে থ হয়ে যান তদন্তকারীরাও।
advertisement
9/10
স্ত্রীর তৈরি রিলসে আত্মীয়-বন্ধুদের হাসি কখনওই স্ত্রীকে মারধরের কারণ হতে পারে না। কারও হায়ে এভাবে হাত তোলা আইনত অপরাধ। স্বামীকে ধমক দেয় পুলিশ।
advertisement
10/10
দু'জনকেই বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয় পুলিশ। কাউকেই গ্রেফতার করা হয়নি বলে খবর।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: 'স্যার, আমার বউ মোবাইলে যা করছে...' থানায় ঢুকেই ঘাম পড়তে শুরু করল স্বামীর! পুলিশের সামনে আসল ঘটনা আসতেই মাথায় হাত সকলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল