TRENDING:

Viral News: বেড়ানোর ইচ্ছে ছিল মায়ের, বোতলে মায়ের হাড়গোড় ভরে ভাসিয়ে দিল মেয়ে! ঘটনা জানলে কান্না আটকাতে পারবেন না

Last Updated:
Viral News: মায়ের ইচ্ছে ছিল বিশ্বভ্রমণের। সেই ইচ্ছের কথা মাথায় রেখেই এমন কাজ মেয়ের। অবিশ্বাস্য সিদ্ধান্ত। জানলে গায়ে কাঁটা দেবে...
advertisement
1/8
বেড়ানোর ইচ্ছে ছিল মায়ের, বোতলে মায়ের হাড়গোড় ভরে ভাসিয়ে দিল মেয়ে! ঘটনা জানলে কান্না পাবে
মা ও মেয়ের সম্পর্ক শুধু ভালবাসায় মোড়া। তা সে পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন। এমনই এক হৃদয়স্পর্শী ঘটনায় যুক্তরাজ্যের ওল্ডহ্যামের ২৪ বছর বয়সি কারা মেলিয়া তাঁর প্রয়াত মা ওয়েন্ডি চ্যাডউইকের স্বপ্নকে সম্মান জানিয়ে যা করেছেন তা অবিশ্বাস্য।
advertisement
2/8
মৃত মায়ের দেহাবশেষ বা ছাই একটি কাচের বোতলে সিল করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন কারা। তাঁর আশা, এটি তাঁর মায়ের মৃত্যুকালীন ইচ্ছাপূরণের জন্য দেশ-দেশান্তরে পৌঁছে যাবে।
advertisement
3/8
মায়ের ইচ্ছে ছিল বিশ্বভ্রমণের। সেই ইচ্ছের কথা মাথায় রেখেই এমন কাজ কারা। তিনি বলেন, "এটি আমার মা। তাঁকে আবার জলে ভাসিয়ে দিন, তিনি বিশ্ব ভ্রমণ করছেন," বোতলের ভিতরে রাখা একটি হাতে লেখা নোটে মিস মেলিয়া লিখে দিয়েছেন এই কথাগুলি।
advertisement
4/8
মিসেস মেলিয়ার মতে, তাঁর ৫১ বছর বয়সি মা পাঁচ সন্তানের একক অভিভাবক হিসেবে দায়িত্ব পালনের কারণে বিশ্বভ্রমণ করতে পারেননি। "কোথায় পৌঁছয় তা দেখার জন্য" বোতলটি স্কেগনেসের সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। তবে, ১২ ঘণ্টা পরে একই সৈকতে এটি পাওয়া যায় এবং এটি সম্পর্কে একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়।
advertisement
5/8
“আমরা আজ সকালে স্কেগনেস সমুদ্র সৈকতের বাটলিন্সে এই সুন্দরী মহিলাকে খুঁজে পেয়েছি,” যে মহিলা মিস চ্যাডউইককে সমুদ্রে ঘোরাফেরা করতে দেখেছিলেন।
advertisement
6/8
তিনি ফেসবুকে পোস্ট করেছেন। “অনুরোধ অনুসারে তাঁকে সমুদ্রে ফিরিয়ে দেওয়া হয়েছে,” মহিলাটি আরও বলেন, “হ্যাপি জার্নি কারার মা।”
advertisement
7/8
এই মনোমুগ্ধকর ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, মিসেস মেলিয়া বলেন যে তিনি আশা করেন যে এবার তাঁর মা আরও ভ্রমণ করবেন।
advertisement
8/8
"জীবনে এমন কিছু ঘটেছে এবং আমার মা কখনও ভ্রমণের সুযোগ পাননি। আমি চাইব যদি সে বার্বাডোস অথবা স্পেনের কোনও সমুদ্র সৈকতে পৌঁছয়, এতে অবশ্যই কিছুটা সময় লাগবে। তবে মা খুব খুশি হবে"।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: বেড়ানোর ইচ্ছে ছিল মায়ের, বোতলে মায়ের হাড়গোড় ভরে ভাসিয়ে দিল মেয়ে! ঘটনা জানলে কান্না আটকাতে পারবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল