Smart Didi Nandini: পুজোর আগেই বাগদান সারবেন স্মার্ট দিদি নন্দিনী, কবে ছাদনাতলায় যাচ্ছেন তিনি? রইল হবু বরের ছবি
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
সোশ্যাল মিডিয়া থেকে দিদি নম্বর ওয়ান সর্বত্রই তাঁর জয়জয়কার। যদিও সম্প্রতি হঠাৎ শোনা যায় এবার বন্ধ হতে চলেছে স্মার্ট দিদির ভাতের হোটেল। তবে খাবার খবরের মধ্যেই খুশির হাওয়া বিয়ে করতে চলেছেন নন্দিনী।
advertisement
1/8

সোশ্যাল মিডিয়া থেকে দিদি নম্বর ওয়ান সর্বত্রই তাঁর জয়জয়কার। যদিও সম্প্রতি হঠাৎ শোনা যায় এবার বন্ধ হতে চলেছে স্মার্ট দিদির ভাতের হোটেল। তবে খাবার খবরের মধ্যেই খুশির হাওয়া বিয়ে করতে চলেছেন নন্দিনী।
advertisement
2/8
কলকাতার পাইস হোটেলের বাজারের নয়া সেনসেশন নন্দিনী দিদির পাইস হোটেল। নন্দিনী ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন। তারপর বেঙ্গালুরুতে চাকরিও করেছেন। কিন্তু সব ছেড়ে তিনি বাবার পাশে দাঁড়ান।
advertisement
3/8
তারপর সময়ের অপেক্ষা, ঠিক যেনও রূপকথার মতো কয়েক মাসের মধ্যেই তাঁর ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়। তারপর থেকে তাঁর পাইস হোটেলে রোজই লেগে থাকত ইউটিউবারদের ভিড়।
advertisement
4/8
তাঁর খ্যাতি তাঁকে দিদি নম্বর ১-এর মঞ্চেও জায়গা করে দেয়। তবে শুধু খ্যাতি নয় তাঁকে নিয়ে শুরু হয় নানা বিতর্ক। নেটিজেনরা অনেকে যেমন তাঁকে এই লড়াইয়ের জন্য কুর্নিশ জানান, অনেকে আবার নানা বিরূপ মন্তব্যও করেন।
advertisement
5/8
আর এই সব কিছুর মধ্যে শোনা যায় তিনি এক ইউটিউবারকে জানান, কদিন পরে হয়তো এখানে এসে আর তাঁর দেখা মিলবে না। পাশাপাশি তিনি বলেন ‘আমাদের এখানে এখনও লোক উপরে উঠলে তাকে টেনে নামানোর চেষ্টা করা হয়।’ তারপর রটে যায় ডালহৌসির বিখ্যাত নন্দিনীর পাইস হোটেল এবার বন্ধের মুখে।
advertisement
6/8
যদিও তারপরই নন্দিনী সুখবর দেন যে তিনি তাঁর হোটেলের নতুন দুটি শাখা খুলতে চলেছনে একটি সাউথ কলকাতায় আরেকটি নিউ টাউনে।
advertisement
7/8
তবে এখানেই সুখবরের শেষ নয়, বিয়ে করতে চলেছেন তিনি। এর আগেই তিনি তাঁর প্রেমিক রুদ্র দাসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনিও পেশায় ব্যবসায়ী। সিমলাতে হোটেলের ব্যবসা রুদ্রর।
advertisement
8/8
এবার জানালেন চলতি বছরেই তাঁর সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়বেন। পুজোর আগেই সেরে ফেলতে পারেন এনগেজমেন্টও। তিনি বলেন, ‘এখন বিয়ে না করলে আমার আর বিয়েই হবে না’!
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Smart Didi Nandini: পুজোর আগেই বাগদান সারবেন স্মার্ট দিদি নন্দিনী, কবে ছাদনাতলায় যাচ্ছেন তিনি? রইল হবু বরের ছবি