Knowledge Story: রাজনৈতিক নেতা-মন্ত্রীরা কেন সাদা পোশাক পরেন? রয়েছে কোনও বিশেষ কারণ! জানলে অবাক হবেন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Knowledge Story: আমাদের দেশে 'নানা ভাষা, নান মত, নান পরিধান'। এক একটি রাজ্য তো অনেক দূর একই রাজ্যের কয়েক শো কিলিমিটারের ফারাকে পোশাক-পরিচ্ছদ থেকে খাবারের ধরনের বিভিন্নতা লক্ষ্য করা যায়। কিন্তু একটি জিনিসে মিল রয়েছে সব জায়গায়। তাহল রাজনৈতিক নেতাদের পোশাকে।
advertisement
1/6

আমাদের দেশে 'নানা ভাষা, নান মত, নান পরিধান'। এক একটি রাজ্য তো অনেক দূর একই রাজ্যের কয়েকশো কিলিমিটারের ফারাকে পোশাক-পরিচ্ছদ থেকে খাবারের ধরনের বিভিন্নতা লক্ষ্য করা যায়। (প্রতীকী ছবি)
advertisement
2/6
কিন্তু একটি জিনিসে মিল রয়েছে সব জায়গায়। তা হল রাজনৈতিক নেতাদের পোশাকে। দেশের যে কোন প্রান্তে অন্তত ৯০ শতাংশ ছোট থেকে বড় যে কোনও রাজনৈতিক নেতা সাদা পোশাক পরেন। (প্রতীকী ছবি)
advertisement
3/6
দেশের প্রতিটি রাজ্যে, প্রতিটি গ্রামে এবং প্রতিটি শহরে, যিনি নেতা হতে চান বা নেতা হিসাবে দেখাতে চান, তিনি একটি সাদা কুর্তা পাজামা বা শাড়ি পরেন। কিন্তু প্রশ্ন হল রাজনৈতিক নেতারা সাদা পোশাক কেন পরেন? (প্রতীকী ছবি)
advertisement
4/6
দ্য নিউজ মিনিটের একটি প্রতিবেদন অনুযায়ী, এই প্রশ্নের উত্তর আছে ভারতের স্বাধীনতা সংগ্রামে। সেই সময় মহাত্মা গান্ধী যখন স্বদেশীর স্লোগান দিয়েছিলেন, তখন মানুষ বিদেশি কাপড় আগুন ধরিয়ে দেয়। এরপর গান্ধীজি জনগণকে স্বদেশীয় খাদি কাপড় পরতে উদ্বুদ্ধ করেন। (প্রতীকী ছবি)
advertisement
5/6
আসলে গান্ধীজি এটাকে স্বনির্ভরতার প্রতীক হিসেবে দেখেছিলেন এবং খাদির তৈরি পোশাকের বেশিরভাগই ছিল সাদা রঙের। ধীরে ধীরে তা নেতাদের পরিধানে পরিণত হয়। আর রাজনৈতিক ব্যক্তিত্বরা বেশির ভাগ সাদা পোশাক পরা শুরু করেন। (প্রতীকী ছবি)
advertisement
6/6
এছাড়া ঐতিহ্যগতভাবে যদি আমরা দেখি, সাদা রং সত্য ও অহিংসার প্রতীক। এর পাশাপাশি সাদা রঙটি খুব আকর্ষণীয়, স্বচ্ছ্ব ভাবমূর্তি ও সরলতা দেখা যায়। সাধারণ মানুষও কানেক্ট করতে পারেন। এই কারণেই ভারতের বেশিরভাগ নেতা সাদা পোশাক পরেন। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: রাজনৈতিক নেতা-মন্ত্রীরা কেন সাদা পোশাক পরেন? রয়েছে কোনও বিশেষ কারণ! জানলে অবাক হবেন