Viral Dacoil Bride: বড় প্রতারণা! বিয়ে করে বাড়ি ফিরতেই বউ বদল, ঘোমটা তুলে বরের চক্ষু চড়ক গাছ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Dacoil Bride: বিয়ের পর বাড়িতে বর-কনে আসতেই সবাই হতবাক।
advertisement
1/5

জাল বিয়ে করে প্রতারণা ও ছিনতাই করার অভিযোগে এক কনেকে গ্রেফতার করতে সফল হল জালোর জেলার সাঁচোরের সারাভানা পুলিশ। সিআই কিশনারাম জানিয়েছেন, দান্তিয়ার বাসিন্দা ৩০ বছর বয়সি সোহান সিং রাজপুত সারওয়ানা থানায় রিপোর্ট করেন। তিনি জানান, মুরাদ খান তার বন্ধু গণপত সিং চৌহানকে তাঁর শ্যালক কীর্তির মেয়েকে বিয়ে করার পরামর্শ দেন। এর জন্য ৫ লাখ টাকা দিতে হবে বলেও জানান তিনি।
advertisement
2/5
এরপর ওই ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের ২০ বছর বয়সি ওই তরুণীর ছবি দেখানো হয়। ছবি দেখেই ফাঁদে পড়েন সোহান সিং রাজপুত। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন তিনি। বিয়ের পর বাড়িতে বর-কনে আসতেই সবাই হতবাক।
advertisement
3/5
জানা যায় গত ২৬ মে মুরাদ খান পাত্র সোহান সিং-কে বলেন, গণপত সিংয়ের বাড়িতে কেউ মারা গিয়েছে। এমতাবস্থায় মাত্র চার-পাঁচজন এসে মেয়েটির বিয়ে দেয়। এর পরে হবু বর-সহ কয়েকজন লোক গণপত সিংয়ের বাড়িতে পৌঁছয়। যেখানে টাকা ও গয়না নিয়ে মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
advertisement
4/5
আশেপাশের মহিলারা বিয়ের অনুষ্ঠান চলাকালীন ছবি তুলতে শুরু করতেই টনক নড়ে সবার। দেখা যায় মেয়েটির যে ছবি দেখানো হয়েছে এবং যে মেয়েটি বিয়ে করেছে তারা আলাদা। এরপর পুলিশ এসে বিষয়টি কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলে ভুয়ো পাত্রী পুরো বিষয়টি ফাঁস করে দেয়।
advertisement
5/5
হিম্মতনগরের হাসন নগরের বাসিন্দা ওই ডাকাত কনে হিনাকে পুলিশ এরপর জিজ্ঞাসাবাদ করে, যেখানে সে প্রকাশ করে যে সে মাত্র ৩০ হাজার টাকা নিয়ে কিছু লোকের নির্দেশে বিয়ে করেছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral Dacoil Bride: বড় প্রতারণা! বিয়ে করে বাড়ি ফিরতেই বউ বদল, ঘোমটা তুলে বরের চক্ষু চড়ক গাছ