TRENDING:

Viral Bank News: 'আমার নামে লকারটা খুলুন'! ব্যাঙ্কে ঢুকেই বলে উঠলেন মহিলা, শুনেই ম্যানেজারের মুখ চুন-কপালে ঘাম, কেন জানেন?

Last Updated:
Viral Bank News: সম্প্রতি বাড়িতে বিয়ে হওয়ায় সোনা সংগ্রহ করতে ব্যাঙ্কে এসেছিলেন তিনি। এসেই দেখেন সমস্ত ওলটপালট। কীভাবে হল এমন? মারাত্মক খবর...
advertisement
1/10
'আমার নামে লকারটা খুলুন'! ব্যাঙ্কে ঢুকেই বললেন মহিলা, শুনেই ম্যানেজারের মুখ চুন! কেন?
হরিয়ানার করনামে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের থেকে একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। যেখানে ব্যাঙ্কের লকার থেকে কয়েক ভরি সোনা উধাও হয়ে গিয়েছে।
advertisement
2/10
যে সোনা খোয়া গিয়েছে, তা একজন মহিলারই বলে জানা গিয়েছে।
advertisement
3/10
ভুক্তভোগী মহিলা জানান, আগে তাঁর অন্য একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করা ছিল। পরে যখন এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে স্থানান্তরিত হয় অ্যাকাউন্ট, তখন তাঁর লকার স্বয়ংক্রিয়ভাবে এখানে চলে আসে।
advertisement
4/10
কিন্তু সম্প্রতি বাড়িতে বিয়ে হওয়ায় সোনা সংগ্রহ করতে ব্যাঙ্কে এসেছিলেন তিনি। এসেই দেখেন সমস্ত সোনা ও টাকা খোয়া গিয়েছে।
advertisement
5/10
ব্যাঙ্কে এসে লকার খুলে কোনও সোনা পাওয়া যায়নি। ভুক্তভোগী জানান, তিনি প্রায় ৩০ থেকে ৩৫ ভরি সোনা ব্যাঙ্কের লকারে রেখেছিলেন।
advertisement
6/10
বলেন, 'আমরা তিন বোন এবং এই সোনা তিন বোনের ছিল যা আমরা ব্যাঙ্কে রেখেছিলাম।'
advertisement
7/10
তিনি আরও অভিযোগ করেন, 'আমরা জানি না কী হয়েছে আর কী হয়নি। তবে ডায়াল ১১২ নম্বরের টিম এ বিষয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যাঙ্কে গিয়ে খোঁজ খবর নেয়।'
advertisement
8/10
তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে নগর থানায় অভিযোগ করেন এবং তদন্তের নির্দেশ দেন। ভুক্তভোগী ওই নারীর দাবি, 'ব্যাঙ্ক থেকে আমাদের সোনা গায়েব হয়ে গেল কী করে?'
advertisement
9/10
মহিলার দাবি, 'আমরা ব্যাঙ্কের কর্মকর্তা ও ব্যবস্থাপককে বিষয়টি জানালে কর্মকর্তারা বলতে শুরু করেন যে তাঁরা বিষয়টি জানেন না।
advertisement
10/10
এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।' এ বিষয়ে পুলিশ তদন্ত করে কী বের করে তা দেখার।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral Bank News: 'আমার নামে লকারটা খুলুন'! ব্যাঙ্কে ঢুকেই বলে উঠলেন মহিলা, শুনেই ম্যানেজারের মুখ চুন-কপালে ঘাম, কেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল