Viral Bank News: 'আমার নামে লকারটা খুলুন'! ব্যাঙ্কে ঢুকেই বলে উঠলেন মহিলা, শুনেই ম্যানেজারের মুখ চুন-কপালে ঘাম, কেন জানেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral Bank News: সম্প্রতি বাড়িতে বিয়ে হওয়ায় সোনা সংগ্রহ করতে ব্যাঙ্কে এসেছিলেন তিনি। এসেই দেখেন সমস্ত ওলটপালট। কীভাবে হল এমন? মারাত্মক খবর...
advertisement
1/10

হরিয়ানার করনামে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের থেকে একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। যেখানে ব্যাঙ্কের লকার থেকে কয়েক ভরি সোনা উধাও হয়ে গিয়েছে।
advertisement
2/10
যে সোনা খোয়া গিয়েছে, তা একজন মহিলারই বলে জানা গিয়েছে।
advertisement
3/10
ভুক্তভোগী মহিলা জানান, আগে তাঁর অন্য একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করা ছিল। পরে যখন এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে স্থানান্তরিত হয় অ্যাকাউন্ট, তখন তাঁর লকার স্বয়ংক্রিয়ভাবে এখানে চলে আসে।
advertisement
4/10
কিন্তু সম্প্রতি বাড়িতে বিয়ে হওয়ায় সোনা সংগ্রহ করতে ব্যাঙ্কে এসেছিলেন তিনি। এসেই দেখেন সমস্ত সোনা ও টাকা খোয়া গিয়েছে।
advertisement
5/10
ব্যাঙ্কে এসে লকার খুলে কোনও সোনা পাওয়া যায়নি। ভুক্তভোগী জানান, তিনি প্রায় ৩০ থেকে ৩৫ ভরি সোনা ব্যাঙ্কের লকারে রেখেছিলেন।
advertisement
6/10
বলেন, 'আমরা তিন বোন এবং এই সোনা তিন বোনের ছিল যা আমরা ব্যাঙ্কে রেখেছিলাম।'
advertisement
7/10
তিনি আরও অভিযোগ করেন, 'আমরা জানি না কী হয়েছে আর কী হয়নি। তবে ডায়াল ১১২ নম্বরের টিম এ বিষয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যাঙ্কে গিয়ে খোঁজ খবর নেয়।'
advertisement
8/10
তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে নগর থানায় অভিযোগ করেন এবং তদন্তের নির্দেশ দেন। ভুক্তভোগী ওই নারীর দাবি, 'ব্যাঙ্ক থেকে আমাদের সোনা গায়েব হয়ে গেল কী করে?'
advertisement
9/10
মহিলার দাবি, 'আমরা ব্যাঙ্কের কর্মকর্তা ও ব্যবস্থাপককে বিষয়টি জানালে কর্মকর্তারা বলতে শুরু করেন যে তাঁরা বিষয়টি জানেন না।
advertisement
10/10
এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।' এ বিষয়ে পুলিশ তদন্ত করে কী বের করে তা দেখার।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral Bank News: 'আমার নামে লকারটা খুলুন'! ব্যাঙ্কে ঢুকেই বলে উঠলেন মহিলা, শুনেই ম্যানেজারের মুখ চুন-কপালে ঘাম, কেন জানেন?