বিদ্যুৎ নেই এ যুগেও! লাগে না মোবাইল, গ্যাস! ভারতের এই 'আদিম' গ্রামের কথা জানেন ক'জন?
- Published by:Tias Banerjee
- news18 hindi
Last Updated:
Village Lives Without Electricity:এই যুগেও এমন গ্রাম আছে যেখানে বিদ্যুৎ, গ্যাস, লাইট, ফ্যান, মোটর ইত্যাদি ব্যবহার করা হয় না। ভাবতে পারছেন?
advertisement
1/7

একবিংশ শতাব্দী ছুঁয়েও দেখেনি দেশের এই গ্রামকে। নেই বিদ্যুৎ, না আছে মোবাইল ফোন! খাবার রান্না হয় কাঠের চুলায়! বিদ্যুত ছাড়াই এই গ্রাম বাঁচে। জানলে আশ্চর্য হবেন, কিন্তু এটাই সত্যি।
advertisement
2/7
আজকাল আপনি বিদ্যুৎ ছাড়া একটি দিন কল্পনাও করতে পারবেন না। শিশু থেকে বৃদ্ধ সবারই বিদ্যুৎ প্রয়োজন। সামগ্রিকভাবে, আজকের পৃথিবী বিদ্যুৎ ছাড়া কল্পনা করা যায় না।
advertisement
3/7
এই যুগেও এমন গ্রাম আছে যেখানে বিদ্যুৎ, গ্যাস, লাইট, ফ্যান, মোটর ইত্যাদি ব্যবহার করা হয় না। ভাবতে পারছেন? এই গ্রামের নাম কুরমা। শ্রীকাকুলাম শহর থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে বসবাসকারী মানুষ এখনও প্রাচীন পদ্ধতি ব্যবহার করেন। ঠিক যেন আদিম যুগ!
advertisement
4/7
এখানকার মানুষের কোনও আধুনিক সুযোগ-সুবিধার প্রয়োজন নেই, বরং তাঁরা প্রাচীন পদ্ধতি ব্যবহার করে জীবনযাপন করছেন। কুরমা গ্রামের সব বাড়িই পেনকুটিল্লু, অর্থাৎ চুন ও মাটি দিয়ে তৈরি। ঘরে ঢুকলেই একটা হল। হলের পাশে নাইয়া, অর্থাৎ গার্হস্থ্য জল সরবরাহের জন্য ব্যবহৃত একটি প্রণালী, যা পাইপের বিকল্প বলা যায়।
advertisement
5/7
হলের ডানদিকে একটি পুজোর ঘর এবং তার পাশেই রান্নাঘর। রান্নাঘরে কাঠের উনুন রয়েছে যার উপর প্রত্যেকের জন্য খাবার রান্না করা হয়। হলের বাঁ পাশে দুটি বেডরুম আছে। এই শোবার ঘরে মাটির তৈরি ছোট আলমারি থাকে, যাতে কাপড় ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস রাখা হয়।
advertisement
6/7
বাড়ির ভিতরের সমস্ত মেঝে গোবর মেশানো মাটি দিয়ে প্লাস্টার করা হয়েছে। পুরনো দিনে এই ছিল ঘর নিকোনোর রীতি, এতে ব্যাকটেরিয়া ঘরে থাকে না। রোগব্যাধি কমে। প্রতি সপ্তাহে বাড়ির দেয়াল গোবর ও মাটির মিশ্রণে প্লাস্টার করা হয়।
advertisement
7/7
এছাড়াও বাড়িতে শৌচালয়ের জন্য একটি কক্ষ এবং স্নানের জন্য আলাদা একটি জায়গা রয়েছে। তাঁদের ব্যবহৃত টয়লেটগুলোকে বলা হয় বায়ো-টয়লেট। ছাই ছিটিয়ে বর্জ্য পচিয়ে দেন বাসিন্দারা। পরে সেগুলিই হয় সার!
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বিদ্যুৎ নেই এ যুগেও! লাগে না মোবাইল, গ্যাস! ভারতের এই 'আদিম' গ্রামের কথা জানেন ক'জন?