TRENDING:

Vande Bharat Sleeper Train: ট্র্যাকে নামছে স্লিপার বন্দেভারত, চোখ ধাঁধানো অন্দরমহল! ছবি প্রকাশ করলেন মন্ত্রী, দেখুন

Last Updated:
এর অর্থ, আগামী ২ মাসের মধ্যে ট্র্যাকে নামছে স্লিপার বন্দেভারত। স্লিপার বন্দে ভারত-এর কনসেপ্ট ছবিও প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই।
advertisement
1/8
ট্র্যাকে নামছে স্লিপার বন্দেভারত, চোখ ধাঁধানো অন্দরমহল! ছবি প্রকাশ করলেন মন্ত্রী
বন্দেভারত নিয়ে মানুষের উৎসাহের শেষ নেই৷ তবে এতদিন পর্যন্ত শুধুমাত্র বন্দেভারতের চেয়ার কারেই যাতায়াত করেছে মানুষ৷ তবে এর মাঝে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, বন্দেভারত স্লিপার কারের কথাও৷ বন্দেভারতের স্লিপার কার নিয়েও জনমানসে তৈরি হয়েছে তুমুল উৎসাহ-উদ্দীপনা৷
advertisement
2/8
ঠিক কবে থেকে শুরু হচ্ছে এই বন্দেভারত স্লিপার? কেমনই বা দেখতে হচ্ছে বন্দেভারত স্লিপারের অন্দরমহল? সম্প্রতি সেই সমস্ত তথ্যই এসেছে সামনে৷ সেমি হাই স্পিড ট্রেনগুলিতে চেয়ার কারের পাশাপাশি দীর্ঘযাত্রার জন্য স্লিপার কারেরও বন্দোবস্ত করা হচ্ছে৷
advertisement
3/8
জানা গিয়েছে, বন্দেভারতের স্লিপার সংস্করণ ১৬-কোচের ট্রেন হতে চলেছে৷ সেখানে থাকবে চারটি বগির একটি ইউনিট। এতে থাকবে সেন্সর-ভিত্তিক আলো, ক্যামেরা, শব্দ নিরোধক ব্যবস্থা, বড় চওড়া কাচের জানালা, বায়ো-ভ্যাকুয়াম টয়লেট৷ এই সমস্ত উন্নতমানের সুবিধা, যা এযাবৎকাল পর্যন্ত কোনও ভারতীয় ট্রেনে ছিল না।
advertisement
4/8
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই বছরের শেষ নাগাদ স্লিপার বন্দে ভারত বাণিজ্যিক ভাবে শুরু হতে চলেছে। তার আগে ১৫ অগাস্ট থেকে এই ট্রেনের ট্রায়াল রান শুরু হবে।
advertisement
5/8
এর অর্থ, আগামী ২ মাসের মধ্যে ট্র্যাকে নামছে স্লিপার বন্দেভারত। স্লিপার বন্দে ভারত-এর কনসেপ্ট ছবিও প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই।
advertisement
6/8
ট্রেনের ভিতরের দৃশ্যের ছবিতে দেখানো হয়েছে, বড় কাচের জানালা। উপরের আসনের উচ্চতাও খুব বেশি রাখা হয়নি। এখানে বাঙ্কে ওঠার জন্য তৈরি সিঁড়ির ফাঁক কম রাখা হয়েছে। এছাড়া, সিঁড়িতে বসানো হয়েছে কুশন। এই ট্রেনেও একদিকে তিনটি আসন দেওয়া হয়েছে বসার জন্য।
advertisement
7/8
আসনের রংও বদলানো হয়েছে। সিটের রং রাখা হয়েছে খুবই হালকা বাদামি। এ ছাড়া, যে লাইটগুলো বসানো হয়েছে তা-ও বেশ অভিনব, যা কোচের চেহারা আরও বাড়িয়ে দিচ্ছে।
advertisement
8/8
ছবি দেখে মনে হচ্ছে, সিটেও কাঠের কাজ করা হয়েছে। ছবির ভিত্তিতে বলা যেতে পারে এই ট্রেনে ৩টি ক্যাটাগরি রয়েছে। আগামী ৫ বছরে ৫০০ বন্দে ভারত এবং অমৃত ভারত ট্রেনকে ট্র্যাকে আনার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Vande Bharat Sleeper Train: ট্র্যাকে নামছে স্লিপার বন্দেভারত, চোখ ধাঁধানো অন্দরমহল! ছবি প্রকাশ করলেন মন্ত্রী, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল