TRENDING:

টয়লেট থেকে ঠেলতে ঠেলতে গেটে...! বন্দে ভারত ট্রেনের 'ক্লিনিং' ও 'ক্যাটারিং' স্টাফদের মধ্যে যা যা ঘটল, দেখেই মুহূর্তে ছুটল ঘাম!

Last Updated:
Vande Bharat Express: অন্যান্য ট্রেনের তুলনায় যাত্রী নিরাপত্তা ও সুযোগ সুবিধার নিরিখেও অনেকটাই এগিয়ে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। সময়ে সময়ে খাওয়ার, দুর্দান্ত মেনু, আকর্ষণীয় আরামদায়ক বসার সিট থেকে টয়লেট, সবকিছুর জন্য এই ট্রেনের টিকিট পাওয়া রেল যাত্রীদের কাছে রীতিমতো হাতে চাঁদ পাওয়ার মতোই।
advertisement
1/16
টয়লেট থেকে ঠেলতে ঠেলতে গেটে...! বন্দে ভারতে 'ক্লিনিং' ও 'ক্যাটারিং' স্টাফদের মধ্যে যা ঘটল
ভারতীয় রেলপথে বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার প্রায় ৬ বছর হয়ে গিয়েছে। এই ট্রেনের যাত্রী স্বাচ্ছন্দ ও দ্রুতগামী ফিচার বলে বলে দশ গোল দেয় দেশের অন্যান্য ট্রেনগুলিকে। এই ট্রেনে চড়ে গন্তব্যে পৌঁছনোর মজাই আলাদা।
advertisement
2/16
অন্যান্য ট্রেনের তুলনায় যাত্রী নিরাপত্তা ও সুযোগ সুবিধার নিরিখেও অনেকটাই এগিয়ে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। সময়ে সময়ে খাওয়ার, দুর্দান্ত মেনু, আকর্ষণীয় আরামদায়ক বসার সিট থেকে টয়লেট, সবকিছুর জন্য এই ট্রেনের টিকিট পাওয়া রেল যাত্রীদের কাছে রীতিমতো হাতে চাঁদ পাওয়ার মতোই।
advertisement
3/16
কিন্তু এই বহুল চর্চিত ট্রেনেও ঘটে যায় এমন এমন ঘটনা যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেয় মুহূর্তের মধ্যে। সম্প্রতি এহেন অত্যাধুনিক ও যাতে কৌলিন্য থাকা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনেই এমন এক ঘটনা ঘটল যা শুনলে আঁতকে উঠবেন আপনিও।
advertisement
4/16
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে সম্প্রতি যা ঘটেছে সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। লজ্জাজনক সেই দৃশ্য দেখে পরে গিয়েছে রীতিমতো ছিছিক্কার।
advertisement
5/16
বন্দে ভারত ট্রেন ঝকঝকে তকতকে রাখতে রয়েছেন সাফাই কর্মীরা। ঠিক যেমন সময়ে সময়ে যাত্রীদের খাবার যোগান দিতে রয়েছেন ক্যাটারিং কর্মীরা। যাত্রী স্বাচ্ছন্দের জন্য সবসময় খেয়াল রাখেন এঁরা। AI Generated Representative Image
advertisement
6/16
কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে, নামী এই ট্রেনের ক্লিনিং কর্মী ও ক্যাটারিং কর্মীদের মধ্যে যা ঘটল তা অবিশ্বাস্য। দৃশ্য দেখে মুহূর্তে ইন্টারনেটে ঝড় উঠে গিয়েছে। কী দেখা গেল এই ভিডিওতে? AI Generated Representative Image
advertisement
7/16
২৭ সেকেন্ডের ভিডিও ক্লিপটি দেখলেই মুহূর্তে হাড়হিম হয়ে যাবে। দেখা যায় দুরন্ত গতিতে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস। আর সেই চলন্ত ট্রেনের মধ্যেই চলছে তুমুল মারপিট। কিল, চড়, ঘুষির বৃষ্টি চলছে অকাতরে। ভয়ঙ্কর মারামারি করে চলেছে যুযুধান দুই পক্ষ।
advertisement
8/16
আশেপাশের যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই রণক্ষেত্রে পরিণত হয় পরিস্থিতি। যারা মারামারি করছিলেন তাঁদের পোশাক দেখে বোঝা যাচ্ছে একদল ক্লিনিং কর্মীর সঙ্গে মারপিটে লিপ্ত হয়েছেন একদল ক্যাটারিং কর্মী। Represetative Image
advertisement
9/16
ভিডিওটি সোশ্যাল মিডিয়া তুমুল চাঞ্চল্য ছড়ায়। অনেকেই দেখেই আঁতকে উঠে এই মারামারির কারণ জানতে চায় এবং মন্তব্য বিভাগে সংঘর্ষের কারণও জিজ্ঞাসা করছেন অনেকেই। কিন্তু কারণ স্পষ্ট না হওয়ায়, নেটিজেনরা নিজেদের মতো নানা সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা করতে শুরু করেন।
advertisement
10/16
ভাইরাল ভিডিওতে চরম লজ্জাজনক এই দৃশ্যে রেল কর্মীদের মধ্যে লাথি, চড় এবং বলপ্রয়োগ ঘটতে দেখা যাচ্ছে। কেউ কেউ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেও, অনেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও করছেন।
advertisement
11/16
বন্দে ভারত-এর এই ভিডিওটির শুরু থেকেই দু-দলের মধ্যে চরম সংঘাত দেখা যাচ্ছে। ক্লিপের শুরুতেই, ক্যাটারিং কর্মী এবং ক্লিনিং কর্মীদের টয়লেট থেকে কোচের গেট খোলার জায়গা পর্যন্ত ঠেলতে ঠেলতে এসে মারপিট করতে দেখা যাচ্ছিল।
advertisement
12/16
পরে ট্রেনের টয়লেটের সামনের দরজার কাছে ঘটে এই ঘটনা। শুধু একজন বা দুজনের মধ্যে নয় বরং ৩-৪ জন কর্মচারীর মধ্যে ভয়ঙ্কর ভাবে চলতে থাকে উত্তেজিত সংঘাত।
advertisement
13/16
এই ভিডিওটি কখন, কোথায় এবং কোন ট্রেনের? এই বিষয়ে তথ্য এখনও স্পষ্ট নয়। তবে ব্যবহারকারীরা অনুমান করছেন যে কাজের চাপ এবং রিসোর্সের অভাবের কারণে এই সংঘর্ষ হতে পারে, অথবা তাদের মধ্যে কোনও ব্যক্তিগত বিষয়ও থেকে থাকতে পারে। এই ২৭ সেকেন্ডের ভাইরাল ক্লিপটি দেখে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা।
advertisement
14/16
@gharkekalesh X-এ এই ভিডিওটি পোস্ট করেছেন এবং লিখেছেন - "বন্দে ভারত এক্সপ্রেসের ক্যাটারিং কর্মী এবং পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে সংঘর্ষ"। এখনও পর্যন্ত এই ভিডিওটি ১.৫ লক্ষেরও বেশি ভিউ এবং ২ হাজারেরও বেশি লাইক পেয়েছে। পোস্টটিতে ১০০ টিরও বেশি মন্তব্য এসেছে।
advertisement
15/16
বন্দে ভারত-এর এই ঘটনাটি দেখার পর, ব্যবহারকারীরা মন্তব্য বিভাগে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী জিজ্ঞাসা করেছেন - সমস্যাটি কী? অন্য একজন ব্যবহারকারী লিখেছেন - এই লোকেরা যদি এটি করে তবে কীভাবে কাজ হবে?
advertisement
16/16
তৃতীয় ব্যবহারকারী বলেছেন যে আমরা কেন এই ধরনের দায়িত্বজ্ঞানহীন লোকদের কাজে রাখব? চতুর্থ ব্যবহারকারী অনুমান করেছিলেন এঁদের মধ্যে টাকা নিয়ে কিছু বিরোধ থেকেই হয়ত এমন ভয়ঙ্কর মারপিটের সূত্রপাত। তবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে এমন জঘন্য দৃশ্য নিঃসন্দেহে নিন্দার ঝড় তুলেছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
টয়লেট থেকে ঠেলতে ঠেলতে গেটে...! বন্দে ভারত ট্রেনের 'ক্লিনিং' ও 'ক্যাটারিং' স্টাফদের মধ্যে যা যা ঘটল, দেখেই মুহূর্তে ছুটল ঘাম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল