TRENDING:

Unbelievable: সব লজ্জা- কুণ্ঠা ভুলে ভরা সৈকতে সবার সামনেই কাজটা করে ফেলল সে, ঘিরে দাঁড়িয়ে দেখল সবাই

Last Updated:
advertisement
1/5
লজ্জা- কুণ্ঠা ভুলে, ভরা সৈকতে সবার সামনেই কাজটা করে ফেলল সে, দাঁড়িয়ে দেখল সবাই
সব দ্বিধা-দ্বন্দ্ব ত্যাগ করে ভরা সমুদ্র সৈকতে কাজটা করে ফেলল সে! যদিও সাধারণত, ১ জনও সামনে থাকলে তারা এ'কাজ করে না। এমনকি সূর্যের আলো এসে গায়ে পড়লেও তারা এ'কাজ করেনা।
advertisement
2/5
কিন্তু এ'বার অদ্ভুত ঘটনাটা ঘটেই গেল। একেবারে জনসমক্ষে! সকলে ঘিরে দাঁড়িয়ে দেখলেন সেই দৃশ্য! যদিও সে সেসব উপেক্ষা করেই নিজের কাজে ব্যস্ত থাকল।
advertisement
3/5
নিশ্চয়ই ভাবছেন, কার কথা হচ্ছে? নাহ! কোনও মানুষ নয়! কথা হচ্ছে এক বিশেষ প্রজাতির কচ্ছপ নিয়ে। লগারহেড কচ্ছপ। কচ্ছপরা সবসময় নিভৃত, ফাঁকা জায়গায় ডিম পারে, সকলের নজর এড়িয়ে। যখন তারা ডিম পারে মানুষ-পশু-পাশি তো দূরস্ত, আশপাশে অন্য কোনও কচ্ছপও থাকে না। এমনকি, তারা খেয়াল রাখে ডিম পাড়ার সময় যাতে সূর্যের আলো-ও তাদের গায়ে এসে না পরে।
advertisement
4/5
ধারেকাছ ১ জন মানুষ থাকলেও কচ্ছপ ডিম পাড়বে না। এটাই কচ্ছপদের স্বাভাবিক প্রবণতা। কিন্তু দক্ষিণ ক্যারোলিনার উত্তর লিচফিল্ড বিচ-এ ঘটল একেবারে উলটো ঘটনা। প্রকাশ্য দিবালোকে সৈকতভর্তি মানুষের সামনেই নিঃসংকোচে ডিম পাড়ল লগারহেড কচ্ছপ।
advertisement
5/5
এহেন বিরল, অবিশ্বাস্য ঘটনা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না সমুস্র সৈকতে উপস্থিত থাকা পর্যটকেরা। গবেষকরা জানিয়েছেন, এ এক অতি বিরলতম ঘটনা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Unbelievable: সব লজ্জা- কুণ্ঠা ভুলে ভরা সৈকতে সবার সামনেই কাজটা করে ফেলল সে, ঘিরে দাঁড়িয়ে দেখল সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল