TRENDING:

Tribal Rituals: তৈরি কুঁড়েঘরে প্রতি রাতে আলাদা পুরুষ, যৌনতায় তৃপ্ত মেয়েরাই বাছে জীবনসঙ্গী! কোথায় এই গ্রাম?

Last Updated:
Tribal Rituals: কম্বোডিয়ার ক্রেউং উপজাতি তাদের সম্প্রদায়ের কিশোরী মেয়েদের সঙ্গমের জন্য একটি করে কুঁড়েঘর তৈরি করে।
advertisement
1/6
প্রতি রাতে আলাদা পুরুষের সঙ্গে যৌনতা, মেয়েরাই এরপর বাছে জীবনসঙ্গী!কোথায় এই গ্রাম
যৌনতা নিয়ে নানা মুনির নানা মত। কারও কাছে তা ছুঁতমার্গের বিষয়, আবার কারও রয়েছে যৌনতা নিয়ে চরম আগ্রহ। তবে ব্যক্তিজীবনে যৌনতার প্রভাব যাই হোক, পৃথিবী জুড়ে যৌনতা নিয়ে ছড়িয়ে আছে হাজারও রীতি নিয়ম। কোনও ব্যক্তি কীভাবে সঙ্গমে লিপ্ত হবেন, অনেক জায়গায় তা ঠিক করে দেয় সেই স্থানে প্রচলিত যৌন প্রথা।
advertisement
2/6
কম্বোডিয়ার ক্রেউং উপজাতি তাদের সম্প্রদায়ের কিশোরী মেয়েদের সঙ্গমের জন্য একটি করে কুঁড়েঘর তৈরি করে। তবে মজার বিষয় হল, প্রতিদিন এই কুঁড়েঘরে আলাদা আলাদা ছেলেরা এসে এক রাত করে কাটায়। ওই কিশোরী উপযুক্ত সঙ্গী খুঁজে পেয়েছে বলে ঘোষণা করলে, তবেই বন্ধ হয় আলাদা আলাদা ছেলেদের আগমন।
advertisement
3/6
সঙ্গী খোঁজার ব্যাপারে এই উপজাতি যথেষ্ট সচেতন। আর এক্ষেত্রে যোগ্য সঙ্গীর বিচার হয় তার যৌনক্ষমতা দিয়ে। বিবাহযোগ্যা কুমারীদের জন্য প্রথমে একটি করে কুঁড়েঘর তৈরি করা হয়।
advertisement
4/6
আর এখানেই খোঁজ চলে উপযুক্ত সঙ্গীর। প্রতিরাতে সেখানে আলাদা আলাদা পুরুষ এসে এক রাত করে কাটায়। যতক্ষণ না ওই কিশোরী উপযুক্ত সঙ্গী খুঁজে পেয়েছে বলে ঘোষণা করছে।
advertisement
5/6
বেশ কয়েকজনের সঙ্গে যৌনমিলনের পরই মেয়েটি ঠিক করে, এ বিষয়ে কার দক্ষতা সবথেকে বেশি। তখনই বন্ধ হয় আলাদা আলাদা পুরুষের আনাগোনা। সেই নির্দিষ্ট যুবকের সঙ্গেই বিয়ে দেওয়া হয় মেয়েটির।
advertisement
6/6
অন্যদিকে, কুক দ্বীপপুঞ্জের একেবারে দক্ষিণ প্রান্তে থাকা মাঙ্গাইয়া দ্বীপে বয়স্ক মহিলারা অবিবাহিত যুবকদের সঙ্গে যৌনতায় লিপ্ত হন। যদিও তার নেপথ্যে বিশেষ এক কারণ রয়েছে। কী ভাবে ওই অল্পবয়সি যুবকেরা নিজের সঙ্গীকে খুশি করবেন, তা শেখানোর জন্যই তাঁদের প্রথমে বয়স্ক মহিলাদের সঙ্গে সঙ্গম করতে বলা হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Tribal Rituals: তৈরি কুঁড়েঘরে প্রতি রাতে আলাদা পুরুষ, যৌনতায় তৃপ্ত মেয়েরাই বাছে জীবনসঙ্গী! কোথায় এই গ্রাম?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল