Travel: ভ্রমণে বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশিত! ভারত থেকে জায়গা ৩ শহরের! খুশির হাওয়া কলকাতায়
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Travel: প্রথমেই স্থান রয়েছে সান মিগুয়েল দে অ্যালেন্ডে। এই শহরটি রয়েছে ম্যাক্সিকোতে।
advertisement
1/7

ভ্রমণ এবং অবসর যাপনের নিরিখে প্রকাশিত হল বিশ্বের পছন্দের সেরা ২৫টি শহরের তালিকা। আর সেই তালিকায় ভারত থেকে যে যে শহর ঠাঁই পেল, নাম শুনলে অবাক হয়ে যাবেন।
advertisement
2/7
ট্রাভেল+লেইজার সংস্থার তরফে প্রকাশিত হয়েছে পৃথিবীর ভ্রমণ এবং অবসর যাপনের নিরিখে সেরা ২৫ শহরের তালিকা প্রকাশ করা হয়েছে।
advertisement
3/7
সেই তালিকায় প্রথমেই স্থান রয়েছে সান মিগুয়েল দে অ্যালেন্ডে। এই শহরটি রয়েছে ম্যাক্সিকোতে। আর দ্বিতীয় স্থানেই রয়েছে রাজস্থানের উদয়পুর। তৃতীয় স্থানে রয়েছে জাপানের কিয়েটো।
advertisement
4/7
শুনলে আশ্চর্য হয়ে যাবেন, সেই কুলীন তালিকায় জায়গা পেয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাও। কলকাতার জায়গা হয়েছে ১৯ নম্বর।
advertisement
5/7
সেরা ২৫ শহরের তালিকায় ঠাঁই পেয়েছে আরও এক শহর। সেই শহরটি হল জয়পুর। এটিও রাজস্থানের শহর।
advertisement
6/7
এই তালিকায় রয়েছে টোকিও, মারবেল্লা, ম্যাক্সিকো সিটি, ইস্তানবুল, কেপটাউন, পোর্তো, রোম, বার্সেলোনা ও সিওলের মতো শহরের নাম।
advertisement
7/7
খুব স্বাভাবিক কারণেই ভারত থেকে জায়গা পাওয়া তিন শহরের তালিকায় কলকাতার নাম থাকায় তা পশ্চিমবঙ্গের পর্যটনের জন্য খুবই ইতিবাচক বলে মনে করছে ওয়াকিবহল মহল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Travel: ভ্রমণে বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশিত! ভারত থেকে জায়গা ৩ শহরের! খুশির হাওয়া কলকাতায়