Kolkata Tram :কলকাতায় ইতিহাস! বলুন তো, বিশ্বের কোন কোন শহরে এখনও 'জীবন্ত' ট্রাম? তালিকায় রয়েছে বড় চমক
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
কলকাতা শহরে ট্রাম বন্ধ হওয়ার খবর শুনে মনখারাপ কলকাতাবাসীর। একসময় কলকাতার লাইফলাইন এবং কলকাতার সমার্থক হিসাবে পরিচিত এই ট্রাম দীর্ঘ 1 ১৫০ বছরের যাত্রাপথ শেষে বন্ধের দোরগোড়ায়।
advertisement
1/8

ফলে, মনখারাপে ডুবে আছেন কলকাতাবাসী। কলকাতা শহর থেকে ট্রাম তুলে নেওয়া হলেও জানেন কি বিশ্বের আর কোন কোন শহরে এখনও ট্রাম চলে? গণপরিবহণ হিসাবে সেখানে এখনও ব্যবহার করা হয় এই ট্রাম?
advertisement
2/8
মেলবোর্ন অস্ট্রেলিয়া- আপনি যদি অস্ট্রেলিয়া যান তবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে ট্রামের দেখা পাবেন। এমনিতেই ক্রিকেটপ্রেমীদের কাছে এই শহরের কদর রয়েছে। এছাড়াও ট্রামে করেই আপনি ঘুরে দেখতে পারেন গোটা শহরটাই। তার জন্য আপনাকে কোনও টাকা দিতে হবে না, সবটাই বিনামূল্যে!
advertisement
3/8
প্রাগ, চেক প্রজাতন্ত্র- ক্যানভাসের চিত্রের মতন সাজানো এই শহর ঘুরে দেখার শ্রেষ্ঠ মাধ্যম হল ট্রাম। কারণ গোটা শহর জুড়েই ছড়িয়ে আছে বিভিন্ন ট্রাম রুট। তাই গোটা শহর ঘুরে দেখতে গেলে প্রাগের বুকে আপনাকে ট্রামে চড়তেই হবে।
advertisement
4/8
বুদাপেস্ট, হাঙ্গেরি- বিশ্বের সবথেকে লম্বা ট্রাম এই শহরেই দেখতে পাবেন। এছাড়াও এই শহরেও ছড়িয়ে আছে বিভিন্ন ট্রাম রুট। তাই বাসে ট্রেনে না চড়ে বুদাপেস্ট ঘুরে দেখতে পারেন ট্রামে চড়ে।
advertisement
5/8
লিসবন, পর্তুগাল- ঐতিহ্য আর ইতিহাসে মোড়া এই শহরেও ট্রাম চলে। একবার ট্রামে উঠে বসলেই হল, তা আপনাকে বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরিয়ে দেখাবে।
advertisement
6/8
জুরিখ, সুইজারল্যান্ড- সুইজারল্যান্ডের রাস্তায় ট্রাম ভীষণ সাধারণ পরিবহণ। ১৮৮০ সাল থেকেই এই শহরে ট্রাম চলাচল করে এবং তা এখনও বহমান। তাই এই সুন্দর শহরের নয়নাভিরাম দৃশ্য আপনি দেখতেই পারেন ট্রামে চেপে।
advertisement
7/8
ভিয়েনা, অস্ট্রিয়া- বিশ্বের বৃহত্তম ট্রাম নেটওয়ার্ক রয়েছে ভিয়েনার অস্ট্রিয়ায়। তাই এই শহরেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে বিস্তর ট্রাম রুট। এইদিক ওদিক যেতে হলে এখনও এই শহরের বাসিন্দারাও ট্রাম ব্যবাহার করেন। তাই এই শহরেও এখনও ট্রাম নিজের স্বমহিমায় বর্তমান।
advertisement
8/8
লিয়ন, ফ্রান্স- রন নদী আর শ্যেন নদীর তীর বরাবর এই ট্রাম রুট গুলি করা। ফলে সুন্দর দৃশ্যের সঙ্গে গোটা শহর ভ্রমণ দুইই সম্ভব হয়। এছাড়াও সুন্দর স্থাপত্য এবং নদীর তীরবর্তী বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখায় এই ট্রাম।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Kolkata Tram :কলকাতায় ইতিহাস! বলুন তো, বিশ্বের কোন কোন শহরে এখনও 'জীবন্ত' ট্রাম? তালিকায় রয়েছে বড় চমক