Top Medical Colleges India: AIIMS-কেও দেয় জোর টক্কর, MBBS পড়ার ফি মাত্র ৫৬ হাজার টাকা! কোন মেডিক্যাল কলেজ?
- Reported by:Trending Desk
- local18
- Published by:Raima Chakraborty
Last Updated:
Top Medical Colleges India: AIIMS দিল্লি বহু বছর ধরে দেশের শীর্ষ মেডিক্যাল কলেজগুলির তালিকায় এক নম্বরে রয়েছে। তবে পড়ার খরচ অনেক। কম খরচে কোথায় পড়া যায় মেডিক্যাল?
advertisement
1/9

বহু বছর হয়ে গেল উচ্চশিক্ষার খাতে নিজের নাম উজ্জ্বল করে তুলেছে আমাদের এই দেশ। বিশেষ করে কেউ যদি মেডিক্যাল নিয়ে পড়াশোনা করতে চান, তার জন্য আমাদের দেশে মেডিক্যাল কলেজের অভাব নেই।
advertisement
2/9
এদের মধ্যে বেশ কিছু মেডিক্যাল কলেজ আবার কিংবদন্তির রূপ ধারণ করেছে। ফলে, কোন প্রতিষ্ঠান সেরা হতে পারে, সেই নিয়ে শিক্ষার্থীদের ধন্দ থেকেই যায়। এক্ষেত্রে শিক্ষার গুণমান এবং ফি দুই বিচার্য বিষয় বইকি, বিশেষ করে মেডিক্যালে পড়াশোনার খরচ যখন অনেকটাই বেশি।
advertisement
3/9
AIIMS দিল্লি বহু বছর ধরে দেশের শীর্ষ মেডিক্যাল কলেজগুলির তালিকায় এক নম্বরে রয়েছে। NIRF র‍্যাঙ্কিং ২০২৪ অনুসারে, দ্বিতীয় সেরা মেডিক্যাল কলেজ হল পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (PGIMER), চণ্ডীগড়।
advertisement
4/9
যেখানে তিন নম্বরে রয়েছে তামিলনাড়ুর ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ। এই বেসরকারি মেডিক্যাল কলেজের বয়স ১২৫ বছর। এটি খ্রিস্টান সম্প্রদায় দ্বারা পরিচালিত হয়। এটি AIIMS- সহ দেশের অনেক বিখ্যাত মেডিক্যাল কলেজের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে।
advertisement
5/9
ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্সে ভর্তি হওয়া কঠিন। এর জন্য একজনের NEET UG-তে খুব ভাল স্কোর থাকতে হবে। কিন্তু, এর ফি অনেক সরকারি মেডিক্যাল কলেজের চেয়ে কম। এই কারণেই এটি মেডিক্যাল পড়তে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে।
advertisement
6/9
ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে এমবিবিএস ফি - ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের মোট ফি ৫৬,৩৩০ টাকা। বিস্তারিত ফি কাঠামো নিম্নরূপ - টিউশন ফি - ৩০০০ টাকা ভর্তির ফি - ১৬,৬৬০ টাকা অন্যান্য বার্ষিক ফি - ২২,২৩৫ টাকা বিশ্ববিদ্যালয়ে এককালীন পেমেন্ট - ১৪,৪৩৫ টাকা মোট - ৫৬,৩৩০ টাকা
advertisement
7/9
এছাড়া পুরুষ শিক্ষার্থীদের ১০,০০০ টাকা এবং মহিলা শিক্ষার্থীদের ৮,০০০ টাকা জমা দিতে হবে, যা ফেরত দেওয়া হবে না। এক্ষেত্রে, পুরুষদের থাকার জন্য খরচ হবে প্রায় ৮,০০০ টাকা এবং মহিলাদের ৬,০০০ টাকা।
advertisement
8/9
এমবিবিএসে ভর্তির যোগ্যতা - ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে এমবিবিএস-এ ভর্তির জন্য, NEET UG পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ স্কোর থাকতে হবে। যাই হোক, এর প্রকৃত কাটঅফ বেশ হাই রয়ে গিয়েছে। এছাড়াও বয়স হতে হবে ১৭ বছর।
advertisement
9/9
- ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে ৫০ শতাংশ এমবিবিএস আসনে ভর্তি হয় ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে। বাকি ৫০ শতাংশ আসন সরকারি কোটা থেকে। এর হিসেব নিম্নরূপ - - ৫০ শতাংশ আসন রাজ্য কোটা থেকে। যার মধ্যে ৩০% আসন রাজ্য সরকারের সংরক্ষণ নীতি অনুসরণ করে পূরণ করা হবে। - ২০ শতাংশ আসন রাজ্য সরকারের খ্রিস্টান ক্যাটাগরির প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Top Medical Colleges India: AIIMS-কেও দেয় জোর টক্কর, MBBS পড়ার ফি মাত্র ৫৬ হাজার টাকা! কোন মেডিক্যাল কলেজ?