'মাদার অ্যান্ড সনস' সার্চ প্রবণতা বাড়ছে পর্ন সাইটে! বিপদ দেখছেন মনোবিদরা...
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

ভারতে পর্ন সাইট নিষিদ্ধ করা হয়েছে অনেক দিন হল৷ তবুও কিছু সাইট চলছে৷ বিশ্বে পর্ন বিনোদনের ব্যবসা কয়েক হাজার কোটি টাকার৷ যুগের সঙ্গে সমাজের মনোভাব পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত৷ পর্ন সাইটে সার্চ করার কি-ওয়ার্ডেও সেই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে৷ যা আদপে বিপজ্জনক বলেই জানাচ্ছেন মনোবিদরা৷
advertisement
2/6
পর্ন সাইট পর্ন হাব-এর একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, পর্ন ভিডিও সার্চের বর্তমান প্রবণতা সবচেয়ে বেশি হল, 'মাদার অ্যান্ড সনস'৷ সম্প্রতি এই কি-ওয়ার্ড দিয়ে সার্চ করার প্রবণতা বেড়ে গিয়েছে যুব সম্প্রদায়ের মধ্যে৷
advertisement
3/6
গত বছর পর্ন ভিডিও সার্চে ট্রেন্ডিং ছিল, 'স্টেপ মম অ্যান্ড সন'৷ ১০টি সবচেয়ে বেশি সার্চ হওয়া টার্মগুলির মধ্যে পয়লা নম্বরে ছিল 'স্টেপ মম অ্যান্ড সন'৷
advertisement
4/6
এ বছর এখনও যা ট্রেন্ড, তাতে 'মাদার অ্যান্ড সনস' সব কিছুকে ছাপিয়ে যাবে৷ এই টার্মে সার্চ করার প্রবণতা বাড়ায় রীতিমতো চিন্তিত মনোবিদরা৷ তাঁদের মতে, এই ধরনের সার্চ বাড়ায় স্কুল ছাত্রদের সেক্স ফ্যান্টাসির আঁচ স্পষ্ট৷ কারণ, 'মাদার অ্যান্ড সনস' সার্চ করে পর্ন ভিডিও দেখছে স্কুল ছাত্ররাই বেশি৷
advertisement
5/6
বয়সে বড় মহিলার সঙ্গে যৌনতার এই প্রবণতাকে বিপজ্জনক সংকেত বলেই মনে করছেন মনোবিদরা৷ মনোবিদ জেসিকা লিওনির কথায়, 'এই ধরনের সার্চে কয়েকটি বিষয় লক্ষ্য করা যায়৷ প্রথমত, কিশোর বয়সে মধ্য বয়সি বা বয়সে বড় মহিলার প্রতি আকর্ষণ৷ দ্বিতীয়ত, স্কুলের কোনও একজন শিক্ষিকার প্রতি টান থাকে অনেক স্কুল ছাত্রেরই৷ তার একটি প্রতিফলন৷ কিশোর বয়সে তৈরি হওয়া এই মনোভাব বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই বিপজ্জনক মনস্তাত্বিক পরিবর্তন ঘটায়৷'
advertisement
6/6
p4
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
'মাদার অ্যান্ড সনস' সার্চ প্রবণতা বাড়ছে পর্ন সাইটে! বিপদ দেখছেন মনোবিদরা...