Financial Crisis Reasons: সব সময় পকেটে টাকার টানাটানি! দেখুন তো, এই বদঅভ্যেসগুলি আছে নাকি আপনার?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Financial Crisis: সব সময় জীবনে আর্থিক সমস্য়া লেগে রয়েছে? এই অভ্যেস থাকলে আজই বদলে ফেলতে হবে।
advertisement
1/5

গরুড় পুরানমতে, মানুষের কিছু স্বভাব জীবনে বড় প্রভাব ফেলে। কিছু বদঅভ্যেসের জন্য আর্থিক টানাটানি লেগেই থাকে। তার মধ্যে একটি হল, ময়লা জামাকাপড় পড়া।
advertisement
2/5
অর্থ উপার্জনের ফলে অহংকার বলে সেই ব্যক্তির পতন অনিবার্য। এতে বুদ্ধি নষ্ট হয়, আশেপাশের মানুষের সঙ্গে সম্পর্কও আগের মতো থাকে না।
advertisement
3/5
পরিশ্রম করতে ভয় পেলে জীবনে উন্নতি আটকে থাকে। আমরা কমফোর্ট জোন ছেড়ে বেরোতে চাই না। ফলে দায়িত্বপ্রাপ্ত কাজও ভাল করে শেষ করতে পারি না। এতে আর্থিক শ্রীবৃদ্ধি আটকে যায়।
advertisement
4/5
বসে, ঘুমিয়ে, সারাক্ষণ বিশ্রাম নিয়ে সময় কাটালে জীবনে উন্নতি থমকে যায়। সময়ের কাজ সময়ে করা ভাল। ঘুমের সময় ঘুম, কাজের সময় কাজ।
advertisement
5/5
সব সময় পরনিন্দা, পরচর্চা করা, অকারণে কারও খামতি বের করা, কারও উপর চেঁচামেচি করা, এসব বদঅভ্যেস থাকলে আজই বদলে ফেলুন। না হলে জীবনে দুর্দশা চলবেই।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Financial Crisis Reasons: সব সময় পকেটে টাকার টানাটানি! দেখুন তো, এই বদঅভ্যেসগুলি আছে নাকি আপনার?