যে দিন, যে বারই হোক না কেন, ভাগ্য ফেরাতে এই ৪টি মন্ত্র অবশ্যই নিয়মিত পাঠ করুন
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

• মন্ত্রপাঠ শুধুমাত্র ভাগ্য ফেরানোর জন্যই নয়, মন্ত্রপাঠে মনঃসংযোগ বাড়ে, মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায় ৷ তাই রোজ কয়েকটি মন্ত্রপাঠ করা ভাল ৷ এতে শরীর ও মনের স্বাস্থ্যের উন্নতি হয় ৷
advertisement
2/5
• দুর্গা মন্ত্র: প্রতিদিন ১০৮বার এই মন্ত্র জপ করলে সুফল মিলবেই ৷ দুর্গা মন্ত্রটি হল, "দেহি সৌভাগ্য়িয়াম আরোগ্যিয়াম দেহি মে পরামম সুখাম কুপম দেহি জায়াম দেহি, যশো দেহি দ্বিখোজাহী।" এই মন্ত্র জপ করলে শক্তি সঞ্চারিত হয় মনে, খারাপ চিন্তা মন থেকে দূরে সরে যাবে ৷
advertisement
3/5
• গণেশের মন্ত্র: এই মন্ত্রও ১০৮ বার পাঠ করলে ভাল ৷ এতে জীবনে সৌভাগ্য ফিরে আসে ৷ "ওম সৌভাগ্য-বর্ধনাহাহ নমহঃ।" এই গণেশ মন্ত্র রোজ পাঠ করা উচিত ৷
advertisement
4/5
• লক্ষ্মী মন্ত্র: দিনে পাঁচ বার, টানা ১১ দিন এই লক্ষ্মী মন্ত্রটি পাঠ করলেই ফল মিলবে। মন্ত্রটি হল- "ওম শ্রিম অখন্ড সৌভাগ্য ধন সমৃদ্ধিয়াম দেহি দেহি নামাহ।" রোজ এই মন্ত্র জপ করতে পারলে আরও ভাল ৷
advertisement
5/5
• রিদ্ধি সিদ্ধি মন্ত্র: কর্মক্ষেত্রে সাফল্য আনতে এই মন্ত্র দারুণ কাজ করে ৷ দিনে ৫ বার মন্ত্রটি পাঠ করেই ফল মিলবে ৷ রিদ্ধি সিদ্ধি মন্ত্রটি হল-"সাধক নাম জাপেহী লে লায়েই, হোহি সিদ্ধ আনিমাদিক পেয়ে।"
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
যে দিন, যে বারই হোক না কেন, ভাগ্য ফেরাতে এই ৪টি মন্ত্র অবশ্যই নিয়মিত পাঠ করুন