অঞ্জনিপুত্রের আরাধনায় সমস্ত বিপত্তি কাটে, সত্য-ত্রেতা-দ্বাপর-কলিতে বারেবারে অধর্ম বিনাশ করেছেন বজরঙ্গবলি
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

সংসারের অত্যন্ত মঙ্গলময় রূপ তিনিই ৷ বজরঙ্গবলির সিংহ গর্জনে ত্রিভুবন কাঁপে ৷
advertisement
2/6
সংসারের অত্যন্ত মঙ্গলময় রূপ তিনিই ৷ তিনিই সমস্ত বাধা বিপত্তির বিরুদ্ধে মাথা তুলে লড়তে সাহায্য করেন ৷
advertisement
3/6
প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে জীবনে অন্য রকমের এক শক্তি পাওয়া যায় ৷ কোনও কাজে ভয় না পেয়েই এগিয়ে যাওয়ার সাহস জোগায় ৷
advertisement
4/6
পবনপুত্র অঞ্জনি সুতোর কৃপায় সমাজ সংসার অত্যন্ত উপকৃত হয় ৷ উন্নতি ক্রমশই ত্বরান্বিত হতে থাকে জীবনে ৷
advertisement
5/6
বজরঙ্গবলির অন্ধত্ব রোগ দূর হয় ৷ তিনিই ত্রিকাল জয়ী, ভগবান শ্রী রামচন্দ্র যখন মর্তলীলা শেষ করে শ্রীবিষ্ণুর রূপ ধারণ করেছিলেন তখন হনুমানকে স্বয়ং পৃথিবীতে থাকতে বলেছিলেন জগতের সেবায় নিয়োজিত করতে ৷
advertisement
6/6
বজরঙ্গবলি সত্যিই এক মঙ্গলময় রূপ জীবের কামনা বাসনা তিনিই পূরণ করে থাকেন ৷ সংসারের সদা মঙ্গলময় রূপ তিনিই ৷ তাঁর সেবাতেই জগত সংসার এক শ্রেষ্ঠত্বের স্থান স্পর্শ করে ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
অঞ্জনিপুত্রের আরাধনায় সমস্ত বিপত্তি কাটে, সত্য-ত্রেতা-দ্বাপর-কলিতে বারেবারে অধর্ম বিনাশ করেছেন বজরঙ্গবলি