জগন্নাথ-বলভদ্র, সুভদ্রার আশীর্বাদে মিটবে অভাব, পূর্ণিমায় শ্রীক্ষেত্রে ভক্তদের সামনে রাজবেশে দর্শন মহাপ্রভুর
Last Updated:
advertisement
1/9

পুরীর জগন্নাথ মন্দিরের গোপন কক্ষে সাতটি ঘর আছে। সেই ঘরগুলিই হল রত্নভাণ্ডার ।
advertisement
2/9
শ্রী জগন্নাথের ‘ব্রহ্মবস্তু’র মতোই রত্নভাণ্ডারের রহস্য অধরাই রয়ে গিয়েছে। যে ঘরগুলি খোলা সম্ভব হয়েছিল, সেখান থেকে উদ্ধার হয় ১৮০ রকমের মণিমুক্তো খচিত সোনার অলঙ্কার।
advertisement
3/9
যার মধ্যে আছে মুক্তো, প্রবালের মতো অত্যন্ত দামী পাথর। এছাড়া, ১৪৬ রকমের রুপের অলঙ্কার রয়েছে ।
advertisement
4/9
তবে, এই সবই ‘ভিতর রত্নভাণ্ডার’-এর কথা। ‘বাহার ভাণ্ডার’-এর চিত্র কিছুটা অন্যরকম।
advertisement
5/9
পুরীর শ্রীজগন্নাথ মন্দির আইন, ১৯৫২ অনুযায়ী রেকর্ড জানার অধিকারে ১৯৭৮ সালে তালিকা তৈরি হয়েছে ।
advertisement
6/9
সেই তালিকা অনুযায়ী, বাহার ভাণ্ডারে ১৫০ রকমের স্বর্ণ অলঙ্কার আছে। যার মধ্যে তিনটি সোনার হার আছে ।
advertisement
7/9
যার এক একটির ওজন প্রায় দেড় কেজি । জগন্নাথ এবং বলভদ্রের স্বর্ণ শ্রীভুজ ও শ্রীপায়রের ওজন যথাক্রমে সাড়ে ৯ কেজি এবং সাড়ে ৮ কেজি।
advertisement
8/9
প্রতি বিজয়া দশমী, কার্তিক পূর্ণিমা, পৌষ পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমার দিন শ্রীক্ষেত্রে ভক্তদের সামনে রাজবেশে দর্শন দেন মহাপ্রভু ।
advertisement
9/9
জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার রথে চড়ে মামবাড়ি যাওয়ার দৃশ্য সবার কাছে পুণ্যার্জনের ৷ শাস্ত্রমতে রথের উপরে বামুনকে যিনি দেখেছেন তাঁর সমস্ত জীবন পূরণ হয়েছে ৷ তাঁর আর পুনর্জন্ম হয়েছে ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
জগন্নাথ-বলভদ্র, সুভদ্রার আশীর্বাদে মিটবে অভাব, পূর্ণিমায় শ্রীক্ষেত্রে ভক্তদের সামনে রাজবেশে দর্শন মহাপ্রভুর