Termite Remedy: ভিতর থেকে ফাঁপড়া করে দিচ্ছে...উইপোকা! ছিটিয়ে দিন এই ‘মিক্সচার’...বংশবৃদ্ধি করতে পারবে না আর
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এই উইপোকা কাঠের জিনিসপত্রে দ্রুত তাদের বাসা তৈরি করে। একবার যেকোনও জায়গায় ঢুকে গেলে, সেটা ভিতর থেকে ফাঁপা করে দেয়। কেবল কাঠের উপরই নয়, ঘরের দেয়ালেও লম্বা লাইন তৈরি করতে শুরু করে দেয় এই উইপোকা।
advertisement
1/5

[caption id="" align="alignnone" width="1200"] অনেকের বাড়িতেই উইপোকার সমস্যা থাকে। বিশেষ করে, যদি বাড়িটি পুরনো হয়৷ বাড়িতে উইপোকা একবার ধরলে তা একে একে দেওয়াল, আসবাব, বই-খাতা সব নষ্ট করতে শুরু করে দেয়৷ বিশেষ করে বর্ষাকালে উইপোকার দৌরাত্ম্য বাড়ে বেশি৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
2/5
[caption id="" align="alignnone" width="1200"] এই উইপোকা কাঠের জিনিসপত্রে দ্রুত তাদের বাসা তৈরি করে। একবার যেকোনও জায়গায় ঢুকে গেলে, সেটা ভিতর থেকে ফাঁপা করে দেয়। কেবল কাঠের উপরই নয়, ঘরের দেয়ালেও লম্বা লাইন তৈরি করতে শুরু করে দেয় এই উইপোকা। উইপোকা জিনিস তো নষ্ট করেই উপরন্তু বাড়ির সৌন্দর্যও নষ্ট করে। ঘরের দেয়ালে উইপোকা দেখা দিতে শুরু করলেই এই ৫টি দেশি টিপস ব্যবহার করা শুরু করে দিন৷ বাড়তে পারবে না উইপোকার দল৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
3/5
[caption id="" align="alignnone" width="1200"] যদি ঘরের কোনও দেয়ালে অল্প সংখ্যক উইপোকা দেখতে পান, তাহলে অবিলম্বে সেগুলো দূর করার চেষ্টা করুন, অন্যথায় একবার এগুলো শিকড়ের মতো ছড়িয়ে পড়লে সেগুলো অপসারণ করা কঠিন হবে। একটি স্প্রে বোতলে জল ভরে নিন। তাতে দুই চামচ নিম তেল যোগ করে মিশিয়ে নিন। এই নিম জল দেওয়ালে স্প্রে করুন। এটি খুবই উপকারী হবে। উইপোকা নিমের গন্ধ সহ্য করতে পারে না, তাই প্রতিদিন এই নিম জল স্প্রে করলে উইপোকা অনেকাংশে দূর হতে পারে। Generated image</dd> <dd>[/caption]
advertisement
4/5
[caption id="" align="alignnone" width="1200"] একইভাবে, একটি বোতলে অর্ধেক জল ভরে ২-৩ চামচ ভিনিগার যোগ করুন। ভাল করে মিশিয়ে স্প্রে করুন। এতে উইপোকাও মারা যেতে পারে। Generated image</dd> <dd>[/caption]
advertisement
5/5
বাজারে পাওয়া যায় এমন উইপোকা নাশক স্প্রে করতে পারেন। যদি দেয়ালে অনেক বেশি উইপোকা ছড়িয়ে পড়ে, তাহলে একজন পেশাদার কীটনাশক এবং নিয়ন্ত্রককে ডাকুন কারণ উইপোকা সম্পূর্ণরূপে নির্মূল করা খুবই কঠিন। কয়েক দিনের মধ্যেই এগুলো নির্মূল হয়, কিন্তু আবার ছড়িয়ে পড়তে শুরু করে। Generated image
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Termite Remedy: ভিতর থেকে ফাঁপড়া করে দিচ্ছে...উইপোকা! ছিটিয়ে দিন এই ‘মিক্সচার’...বংশবৃদ্ধি করতে পারবে না আর