এক দিনে কোটিপতি! ৫ কোটি টাকাই শেষ করে দিল জীবন! কেবিসি-র সুশীল এখন দেউলিয়া!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
KBC winner sushil kumar: ৫ কোটি টাকা জিতলেন। এক টাকাও রাখতে পারলেন না! এখন কী করেন কেবিসি জয়ী সুশীল!
advertisement
1/7

এক দিনে জিতেছিলেন ৫ কোটি টাকা। রাতারাতি বদলে গিয়েছিল জীবন। তবে সেই ৫ কোটি টাকাই সুশীল কুমারের জীবনটা তছনছ করে দেয়।
advertisement
2/7
কেবিসি ১৫ শুরু হতে চলেছে। তবে যে সুশীলের কথা আজ আমরা বলব, তিনি কেবিসি ৫- এ পাঁচ কোটি টাকা জিতেছিলেন।
advertisement
3/7
কথায় আছে, টাকা পেলেই হয় না, রাখতে জানতে হয়। বিহারের সুশীল কুমার যেন এই কথার সাপেক্ষে আদর্শ উদাহরণ। টাকা জেতার পর তাঁর জীবনটাই বদলে যায়।
advertisement
4/7
২০১১ সালে সুশীল কুমার কেবিসি-তে ৫ কোটি টাকা জিতেছিলেন। তার পর তিনি কিন্তু এক টাকাও রাখতে পারেননি। এখন তিনি একেবারে দেউলিয়া।
advertisement
5/7
ব্যবসায়ে টাকা বিনিয়োগ করে ব্যাপক ক্ষতির মুখে পড়েন তিনি। তার মধ্যে মাদকাসক্ত হয়ে পড়েন তিনি।
advertisement
6/7
২০১৫ সালে তিনি চাকরি ছেড়ে দেন। কেবিসি থেকে জেতা টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। তবে সেই ব্যবসা দাঁড় করাতে পারেননি।
advertisement
7/7
স্ত্রীর সঙ্গেও তাঁর সম্পর্কের অবনতি হতে থাকে। ২০২০ সালে নিজের জীবনের দুর্দশার কথা প্রকাশ্যে আনেন সুশীল। তিনি এখন সমাজকর্মী ও পরিবেশকর্মী হিসেবে কাজ করছেন। তবে কেবিসি থেকে জেতা ৫ কোটির মধ্যে এক টাকাও আর তাঁর কাছে নেই।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
এক দিনে কোটিপতি! ৫ কোটি টাকাই শেষ করে দিল জীবন! কেবিসি-র সুশীল এখন দেউলিয়া!