TRENDING:

Sundarban Unknown History: সুন্দরবনের নাম 'সুন্দরবন' হল কীভাবে? রয়েছে নানা মত! তবে সেসব অধিকাংশেরই অজানা

Last Updated:
Sundarban Unknown History: কালের প্রবাহে সেই অরণ্যের চেহারা অনেকটাই বদলে গেছে। জঙ্গল কেটে তৈরি হয়েছে কৃষিজমি, গড়ে উঠেছে বসতি ও আধুনিক জনপদ। আজকের সুন্দরবন আর আগের মতো অজানা নয়, তবুও এর বুকেই লুকিয়ে রয়েছে অজস্র রহস্য, গল্প ও ঐতিহ্য—যা এখনও মানুষকে টানে এক অনন্য আকর্ষণে।
advertisement
1/6
সুন্দরবনের নাম 'সুন্দরবন' হল কীভাবে? রয়েছে নানা মত! তবে সেসব অধিকাংশেরই অজানা
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার দক্ষিণ, দক্ষিণ–পূর্ব ও দক্ষিণ–পশ্চিম বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত বিশ্বের বৃহত্তম বদ্বীপভূমি সুন্দরবন। এই অঞ্চল জয়নগর, আলিপুর, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, গোসাবা ও হাসনাবাদ পর্যন্ত ছড়িয়ে রয়েছে। প্রকৃত অর্থে সুন্দরবন বলতে বোঝানো হয় দক্ষিণ প্রান্তের সংরক্ষিত বনাঞ্চলকে—যেখানে এখনও প্রকৃতির আদিম রূপ চোখে পড়ে।
advertisement
2/6
সুন্দরবন বিষয়ক গবেষক ড. অনিমেষ মণ্ডল জানান, এক সময় এই অরণ্যের বিস্তার এতটাই ঘন ছিল যে সূর্যের আলোও মাটিতে পৌঁছত না। দিনের বেলাতেও মানুষ প্রবেশ করতে ভয় পেত জঙ্গলে। ঘন গাছপালা, সর্পিল নদী আর অন্ধকার অরণ্য যেন প্রকৃতির রহস্যে মোড়ানো এক অজানা পৃথিবী ছিল। সেই বনভূমিতে ঘুরে বেড়াতো শক্তিশালী রয়্যাল বেঙ্গল টাইগার, নদীর ধারে ওঁত পেতে থাকত হিংস্র কুমির, আর বনভূমির পথে দেখা মিলত চঞ্চল হরিণের পাল ও নানা রঙের পাখির।
advertisement
3/6
কালের প্রবাহে সেই অরণ্যের চেহারা অনেকটাই বদলে গেছে। জঙ্গল কেটে তৈরি হয়েছে কৃষিজমি, গড়ে উঠেছে বসতি ও আধুনিক জনপদ। আজকের সুন্দরবন আর আগের মতো অজানা নয়, তবুও এর বুকেই লুকিয়ে রয়েছে অজস্র রহস্য, গল্প ও ঐতিহ্য—যা এখনও মানুষকে টানে এক অনন্য আকর্ষণে।
advertisement
4/6
এই অরণ্যের নাম ‘সুন্দরবন’ কেন—তা নিয়ে মতভেদ আজও বিদ্যমান। বেশিরভাগ গবেষক মনে করেন, এখানকার বিশেষ এক গাছ ‘সুন্দরী’-র নাম থেকেই এসেছে সুন্দরবনের নাম। অন্যদিকে কেউ কেউ বলেন, নামটি এসেছে ‘চন্দ্রবন’ বা ‘সমুদ্রবন’-এর বিকৃত রূপ থেকে। আবার অনেকের মতে, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, নদীনালা ও সবুজ বনভূমির সমাহারই এই নামের উৎস।
advertisement
5/6
ইতিহাস বলছে, সুন্দরবন খুব বেশি প্রাচীন নয়। দুই থেকে তিন হাজার বছর আগেও এই ভূখণ্ড ছিল সমুদ্রগর্ভে। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বহমান স্রোতে ক্রমাগত পলি জমে ধীরে ধীরে গঠিত হয়েছে এই বিশাল বদ্বীপ। প্রাকৃতিক প্রক্রিয়ায় জন্ম নেওয়া এই ভূমি আজ বিশ্বের এক অনন্য জীববৈচিত্র্যের আধার।
advertisement
6/6
আজকের সুন্দরবন শুধুমাত্র এক বনভূমি নয়, এটি প্রকৃতি, ইতিহাস ও মানুষের সহাবস্থানের এক জীবন্ত দলিল। এই অরণ্য শেখায় কেমন করে মানুষ ও প্রকৃতি পরস্পরের সঙ্গে সম্পর্ক বজায় রেখে বাঁচতে পারে। সুন্দরবন তাই শুধু ভৌগোলিক অঞ্চল নয়, এটি আমাদের সভ্যতার এক অমূল্য সম্পদ—যা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Sundarban Unknown History: সুন্দরবনের নাম 'সুন্দরবন' হল কীভাবে? রয়েছে নানা মত! তবে সেসব অধিকাংশেরই অজানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল