TRENDING:

নিভে আসছে সূর্য, ধ্বংসের মুখে পৃথিবী, আর কতদিন হাতে আছে? জানাল বিজ্ঞানীরা

Last Updated:
কবে ধ্বংস হবে পৃথিবী? জানাল বিজ্ঞানীরা
advertisement
1/5
নিভে আসছে সূর্য, ধ্বংসের মুখে পৃথিবী, আর কতদিন হাতে আছে? জানাল বিজ্ঞানীরা
বুড়ো হচ্ছে সূর্য, শেষ হয়ে আসছে ! শুনতে অবাক লাগলেও সত্যিই এমনটা হচ্ছে! বিজ্ঞানীদের দাবি, ক্রমশ প্রৌঢ়ত্বের দিকে এগচ্ছে সূর্য। ধীরে ধীরে তার মৃত্যুই হয়ে! বলা বাহুল্য, পৃথিবীর শক্তির মূল উৎসর আয়ু শেষ হয়ে গেলে ধ্বংস হয়ে যাবে পৃথিবীও।
advertisement
2/5
সূর্যের ভিতরে ক্রমাগত হয়ে চলেছে ‘নিউক্লিয়ার ফিউশন’ অর্থাৎ, হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে তৈরি করছে হিলিয়াম পরমাণু। এই প্রক্রিয়াতেই তৈরি হয় বিপুল পরিমাণ শক্তি। বিজ্ঞানীরা বলছেন, সূর্যের ভিতরে হাইড্রোজেনের পরিমাণ যখন কমে আসবে, তখন তার প্রভাব পড়বে এই প্রক্রিয়ায়। ধীরে ধীরে নিভে আসবে সূর্য।
advertisement
3/5
ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞানীদের মতে সূর্যের বয়স ৪৫৭ কোটি বছর। ৮০০ কোটি বছরে গিয়ে সর্বোচ্চ উষ্ণতায় পৌঁছবে সূর্য।
advertisement
4/5
তার পর থেকেই ক্রমশ শীতল হতে থাকবে সূর্য। উষ্ণতা যত কমবে ততই বাড়বে সূর্যের আয়তন।
advertisement
5/5
বৈজ্ঞানিকদের দাবি, প্রায় ১১০০ কোটি বছর বয়সে পুরোপুরি মৃত্যু হবে সূর্যের, বর্তমানে সূর্যের বয়স ৪৫৭ কোটি বছর ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
নিভে আসছে সূর্য, ধ্বংসের মুখে পৃথিবী, আর কতদিন হাতে আছে? জানাল বিজ্ঞানীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল