Success Story: অন্যদের ফেলে দেওয়া আবর্জনা দিয়েই মাসে ৮ লক্ষ টাকা আয় ! সাফল্যের গল্প শোনালেন মারিয়া
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
মাত্র চার বছরেই তাঁর এই পণ্যের বিক্রি বেড়েছে দ্বিগুণ। এখন প্রতি বছর মারিয়া এক কোটি টাকার পণ্য বিক্রি করেন।
advertisement
1/6

ভারত সরকার বর্তমানে বিভিন্ন সেক্টরের স্টার্টআপকে অনুপ্রেরিত করার চেষ্টা করছে। তেমনই এক স্টার্টআপার মারিয়া কুরিয়াকোসে শুকনো নারকেলের খোলা থেকে গৃহস্থালি পণ্য তৈরি করেন। এগুলো শুধু পরিবেশবান্ধবই নয়, গৃহস্থালি সজ্জাতেও খুব সুন্দর ভাবে মানায়। এই কারণে মাত্র চার বছরেই তাঁর এই পণ্যের বিক্রি বেড়েছে দ্বিগুণ। এখন প্রতি বছর মারিয়া এক কোটি টাকার পণ্য বিক্রি করেন। নারকেলের খোসা থেকে তৈরি এই পণ্যগুলি দেখতে অনেকটা কাঠের তৈরি পণ্যের মতো।
advertisement
2/6
এগুলো শুধু টেকসই নয়, দেখতেও সুন্দর। এই পণ্য তৈরিতে তিনি কোনও ধরনের রাসায়নিক ব্যবহার করেন না, তাই গৃহস্থালিতে প্রতিদিনের ব্যবহারের জন্য এগুলি খুবই ভাল। এই নারকোলের মালাগুলিকে উজ্জ্বল করতে শুধুমাত্র নারকেল তেল ব্যবহার করা হয়।
advertisement
3/6
মারিয়া বর্তমানে তাঁর কর্মক্ষেত্রে ৪০ জন কর্মচারীকে নিয়োগ করেছেন। ৪০ জনকে কাজ দিতে পেরে তিনি যারপরনাই খুশি। তাঁর কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে শুধুমাত্র নারীরাই কাজ করছেন।
advertisement
4/6
ঐশ্বর্য প্রভাকর অ্যাকাউন্টস ম্যানেজার পদে অধিষ্ঠিত এবং সুমিতা অনুপ অপারেশনের দায়িত্বে রয়েছেন। একই সঙ্গে মারিয়ার সহকর্মী সিন্ধুকে প্যাকেজিংয়ের কাজও দেখাশোনা করতে হয়। মারিয়া ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের অংশ হিসাবে কোভালামে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিদের সামনে তাঁর পণ্যগুলি উপস্থাপিত করার সুযোগ পেয়েছিলেন। মারিয়া জানান যে, প্রতিনিধিরা তাঁদের পণ্য এবং উদ্যোগ উভয়ই নিয়েই খুব উৎসাহ দেখিয়েছেন এবং তাঁদের পছন্দের কথা বলেছেন।
advertisement
5/6
বেঙ্গালুরুতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের সাহায্যের জন্য নির্বাচিত ৬৫টি স্টার্টআপের মধ্যে মারিয়ার ঠেঙ্গা অন্যতম। আইআইএম ব্যাঙ্গালোর ঠেঙ্গা দলকে তাদের ক্রমবর্ধমান ব্যবসায় যান্ত্রিক কৌশল ও অন্যান্য নানা বিষয়ে ক্রমাগত সাহায্য করে চলেছে।
advertisement
6/6
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আয় বাড়ানোর কৌশল সংক্রান্ত নানা ট্রেনিংও দিয়ে থাকে ঠেঙ্গার সহকারীদের। জি-২০-র মতো এত বড় মাপের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের উপস্থাপন করতে পেরে মারিয়া এবং তাঁর ঠেঙ্গার সহকর্মীরা যারপরনাই খুশি। আগামী দিনে তাঁরা নিজেদের ব্যবসাকে আরও বড় করে তুলতে বদ্ধপরিকর।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Success Story: অন্যদের ফেলে দেওয়া আবর্জনা দিয়েই মাসে ৮ লক্ষ টাকা আয় ! সাফল্যের গল্প শোনালেন মারিয়া