TRENDING:

Songs: বলতে পারবেন, ভারতের কোন সিনেমায় রয়েছে ৭২টি গান? বিশ্বরেকর্ড কিন্তু! এত সহজ উত্তর জানেন না ৯৯% মানুষ, আপনি জানেন?

Last Updated:
Songs: হ্যাঁ, ঠিক পড়েছেন। ছবিটিতে ছিল ৭২টি গান। যেখানে ছিল, ৩১টি গজল, ৯টি ঠুমরী, ৪টি হোলি, ১৫টি গান, ২টি চৌবোলা এবং ১১টি ছান্দ!
advertisement
1/7
বলতে পারবেন, ভারতের কোন সিনেমায় রয়েছে ৭২টি গান? বিশ্বরেকর্ড কিন্তু!
ভারতের সিনেমা সব সময় একটা আলাদা জায়গা পায় বিশ্ব দরবারে! ভারতের সিনেমা সাবলীল ছন্দে চলা শুরু করেছে বহু আগে। তবে ভারতের বলিউডে এমন একটি ছবি রয়েছে যাকে আজ পর্যন্ত কেউ টেক্কা দিতে পারেনি! একটি বিশেষ কারণে! photo source collected
advertisement
2/7
তবে আপনি কি জানেন ভারতের বলিউডে একটি হিন্দি ছবি রয়েছে! সেই ছবিতে ৭২টি গান ব্যবহার করা হয়েছিল। photo source collected
advertisement
3/7
হ্যাঁ, ঠিক পড়েছেন। ছবিটিতে ছিল ৭২টি গান। যেখানে ছিল, ৩১টি গজল, ৯টি ঠুমরী, ৪টি হোলি, ১৫টি গান, ২টি চৌবোলা এবং ১১টি ছান্দ! photo source collected
advertisement
4/7
ছবিটি তৈরি হয় ১৯৩২ সালের। এই ছবিতে সে সময় বহু শিল্পীরা গান করেছেন। আসলে ছবির বিষয় এমন ছিল, যে এই ৭২টি গান রাখা সম্ভব হয়েছিল। জানেন কী সেই ছবির নাম। photo source collected
advertisement
5/7
যত ছবিই বলিউডে তৈরি হোক না কেন এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি এখনও!photo source collected
advertisement
6/7
ছবির নাম 'ইন্দ্রসভা'! এটি নাটক হিসেবে প্রথম মঞ্চস্থ হয় ১৮৫৩ সালে! এর পর ১৯৩২ সালে এই ছবি পরিচালনা করেন জামাহেদজি এবং জাহাঙ্গিরজি মদন। এই ছবিতে অভিনয় করেন নিসার, জেহরানা কাজ্জান ও আব্দুল রেহমান কাবুলি। photo source collected
advertisement
7/7
ইন্দ্রসভা তাই ভারতীয় সিনেমার এক অমূল্য রত্ন। যা আজও ভারতীয় সিনেমায় গানের চর্চা হলে প্রথমেই সামনে এসে পড়ে। ১৯৩২ সালের একটি সিনেমা নিয়ে আজও চর্চায় মাতেন সিনেমা বিশেষজ্ঞেরা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Songs: বলতে পারবেন, ভারতের কোন সিনেমায় রয়েছে ৭২টি গান? বিশ্বরেকর্ড কিন্তু! এত সহজ উত্তর জানেন না ৯৯% মানুষ, আপনি জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল