TRENDING:

ছট পুজোয় এই নিয়মগুলি অক্ষরে অক্ষরে পালন করুন, সংসারে শ্রীবৃদ্ধি কেউ আটকাতে পারবে না...

Last Updated:
ইচ্ছা হলেই তো পুণ্যার্জন সম্ভব নয়। বরং নিয়ম মেনে সারুন ছট পুজো। তাতেই দেখবেন আপনার সংসার ভরে উঠবে সুখ-সমৃদ্ধিতে।
advertisement
1/7
ছট পুজোয় এই নিয়মগুলি অক্ষরে অক্ষরে পালন করুন, সংসারে শ্রীবৃদ্ধি কেউ আটকাতে পারবে না...
*আর মাত্র কয়েকটা দিন পরই ছট পুজো। মূলত অবাঙালিদের এই পুজোয় সূর্য দেবতার আরাধনা করা হয়। একটাই কামনা সুখে শান্তিতে দিন কাটানো। ছবি: সংগৃহীত। 
advertisement
2/7
*কিন্তু ইচ্ছা হলেই তো পুণ্যার্জন সম্ভব নয়। বরং নিয়ম মেনে সারুন ছট পুজো। তাতেই দেখবেন আপনার সংসার ভরে উঠবে সুখ-সমৃদ্ধিতে। ছবি: সংগৃহীত। 
advertisement
3/7
*দুর্গাপুজোর মতো ছট পুজোও চলে চারদিন। প্রথম দিন নহায় খায়, দ্বিতীয় দিন খরনা, তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য, শেষ দিন সূর্যোদয় অর্ঘ্য। এই পুজোর রীতিনীতি বেশ কঠিন। তবুও সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে ছটের ডালা সাজান ভক্তেরা। ছবি: সংগৃহীত। 
advertisement
4/7
*উৎসবের প্রথম দিন সকালে স্নান সেরে পরিষ্কার কাপড় পরে রান্না করেন মহিলারা। এদিন দুপুরের খাবারে থাকে লাউ ভাত। অর্থাৎ ভাতের সঙ্গে লাউয়ের তরকারি। তবে এই সব রান্নায় নুন ব্যবহার করা যাবে না। ছবি: সংগৃহীত। 
advertisement
5/7
*উৎসবের দ্বিতীয় দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি ব্রত রাখেন তিনি দিনভর উপবাস করেন। ওই দিন সন্ধ্যায় বাড়িতে সূর্য দেবতার পুজো করেন মহিলা। উপাচার হিসাবে ক্ষীর, রুটি, কলা দেওয়া হয়। এরপর তাঁরা ছটের মূল উপকরন ঠেকুয়া বানানোর কাজ শুরু করেন। ছবি: সংগৃহীত। 
advertisement
6/7
*উৎসবের দ্বিতীয় রাত থেকে ছটের ডালা সাজানোর প্রস্তুতি চলে। তারপর বিকালে জলাশয়ে গিয়ে ডুবন্ত সূর্যকে পুজো করা হয়। পুজো শেষে প্রদীপ জলাশয়ে ভাসিয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত। 
advertisement
7/7
*এই পুজোর ডালায় ফল ছাড়াও থাকে মূল উপকরণ ঠেকুয়া। উৎসবের শেষ সকালে সূর্য ওঠার আগেই ব্রত করা মহিলারা আবার জলাশয়ে যান। সেখানে অর্ঘ্য দিয়ে তারপর এই পুজো শেষ হয়। পুজো শেষে বাড়ি আসার পরই খরনার সন্ধে থেকে প্রায় চল্লিশ ঘন্টা পর ঠেকুয়া, আদা, জল, গুড় খেয়ে উপবাস ভাঙেন মহিলারা। ছবি: সংগৃহীত।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ছট পুজোয় এই নিয়মগুলি অক্ষরে অক্ষরে পালন করুন, সংসারে শ্রীবৃদ্ধি কেউ আটকাতে পারবে না...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল