TRENDING:

Snake Tongue: সাপ কেন তার চেরা জিভ ঘন ঘন বাইরে বার করে? ‘আসল কারণ’ জানলে আতঙ্কে কাঁটা হয়ে যাবেন! হাড়হিম ভয়ে রক্ত জল!

Last Updated:
Snake Tongue: এমন অনেক তথ্য আছে সাপ নিয়ে, যেগুলি আমরা ভুল জানি৷ যেমন, আমরা দেখেছি সাপ ঘন ঘন তার চেরা জিভ বার করে৷ কিন্তু এই কাজ কেন করে এই সরীসৃপ? তার কারণ জানি না আমরা অনেকেই
advertisement
1/5
সাপ কেন তার জিভ ঘন ঘন বাইরে বার করে? আসল কারণ জানলে কাঁটা হয়ে যাবেন! হাড়হিম ভয়ে রক্ত জল!
বর্ষাকালে সাপের মরশুম৷ এ সময় চারদিকে সাপের উপদ্রব বেড়ে যায়৷ চারদিকে প্রচুর সাপ দেখা যায় এ সময়৷ সাপকে আমরা যমের মতো ভয় পাই৷ কিন্তু সাপ নিয়ে যা জানি, তার থেকে অনেক কিছু জানি না৷
advertisement
2/5
এমন অনেক তথ্য আছে সাপ নিয়ে, যেগুলি আমরা ভুল জানি৷ যেমন, আমরা দেখেছি সাপ ঘন ঘন তার চেরা জিভ বার করে৷ কিন্তু এই কাজ কেন করে এই সরীসৃপ? তার কারণ জানি না আমরা অনেকেই৷
advertisement
3/5
কখনও ভেবে দেখেছেন সাপ গন্ধ শোঁকে কী করে? দৃষ্টি ও শ্রবণশক্তি খুব ক্ষীণ সাপের৷ কিন্তু ঘ্রাণশক্তি সাঙ্ঘাতিক তীব্র৷ মানুষের মতো সাপেরও একজোড়া নাসারন্ধ্র আছে৷ কিন্তু সাপের জিভও খুব গুরুত্বপূর্ণ৷
advertisement
4/5
সাপের জিভও তার অন্যতম ঘ্রাণেন্দ্রিয়৷ মাঝে মাঝে চেরা জিভ বার করে যখন, তখন সেটা দিয়ে ক্ষুদ্র রাসায়নিক কণা গ্রহণ করে৷ এই রাসায়নিক কণাই সাপকে বুঝতে সাহায্য করে কোনটা কী জিনিস৷ তারা গন্ধের দ্বারা কোনও জিনিসকে চিহ্নিত করে৷
advertisement
5/5
মুখের মধ্যে জিভ ঢুকিয়ে নেওয়ার পরে সেটি মুখ গহ্বরের ছাদে আটকে থাকে৷ এই বিশেষ ঘ্রাণেন্দ্রিয়কে বলে vomeronasal system৷ এই ধরনের জিহ্বাকে বলা হয় vomeronasal organ৷ সাপ ছাড়াও ঘোড়া, বিড়াল, কুকুরও এভাবে ঘ্রাণ গ্রহণে অভ্যস্ত৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Snake Tongue: সাপ কেন তার চেরা জিভ ঘন ঘন বাইরে বার করে? ‘আসল কারণ’ জানলে আতঙ্কে কাঁটা হয়ে যাবেন! হাড়হিম ভয়ে রক্ত জল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল